Ajker Patrika

বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে মোদির পূজা

বারাণসীতে মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে মোদির পূজা

ভারতের লোকসভা নির্বাচনে বারাণসী আসনে মনোনয়ন জমা দেওয়ার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাটে পূজা দিয়েছেন। এ সময় তাঁকে বৈদিক মন্ত্রের সঙ্গে আরতি করতেও দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা–কর্মীরা মোদির সঙ্গে মনোনয়ন জমা দিতে বারাণসী কালেক্টর অফিসে যাবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এ সময় বিজেপির জোটসঙ্গী উত্তর প্রদেশ ও রাজস্থানে কার্যক্রম পরিচালনা করা লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান, আপনা দলের (এস) সভাপতি অনুপ্রিয়া প্যাটেল এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভরও উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 

এ ছাড়া, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিসহ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, আসাম, হরিয়ানা, গোয়া, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের নরেন্দ্র মোদির মনোনয়ন দাখিলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, আগামী ১ জুন ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই বারাণসী আসনে ভোটগ্রহণ হবে। সেই ভোটে লড়তেই আজ মনোনয়ন জমা দেবেন মোদি। পরে তিনি বিজেপি নেতা–কর্মীদের সঙ্গে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বৈঠক করবেন মোদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত