Ajker Patrika

ভারতে ক্যাব্‌ল কার দুর্ঘটনায় নিহত ৩, শূন্যে ঝুলে আছে ৮ জন 

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬: ৪৫
ভারতে ক্যাব্‌ল কার দুর্ঘটনায় নিহত ৩, শূন্যে ঝুলে আছে ৮ জন 

ভারতের ঝাড়খণ্ডের দেওঘর জেলার ক্যাব্‌ল কার দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। ঘটনার ৪০ ঘণ্টা পরেও এখনো শূন্যে ঝুলে আছে আটজন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনী, সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সম্মিলিত অভিযান চালাচ্ছে। 

কর্মকর্তারা জানান, ড্রোনের সাহায্যে আটকে পড়াদের পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় উদ্ধারের সময় একজন হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে।

গত রোববার ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়েতে দুটি ক্যাব্‌ল কারের ধাক্কা লাগে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত