বাসমতী চাল রপ্তানিতে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত ভারত। এ অবস্থায় ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (আইএআরআই) বিজ্ঞানীরা অভিযোগ তুলেছেন, তাঁদের বাসমতী চালের জনপ্রিয় একাধিক জাত অন্য নামে অবৈধভাবে চাষ করা হচ্ছে পাকিস্তানে।
এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইএআরআই পরিচালক এ কে সিং পাকিস্তানের অসাধু বীজ সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর ফলে দেশের কৃষক এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা হবে বলে উল্লেখ করেছেন তিনি।
এ কে সিংয়ের নেতৃত্বাধীন আইএআরআই প্রতিষ্ঠানটি ভারতীয় সুগন্ধিযুক্ত বাসমতী চালের ৯০ শতাংশ জাত উদ্ভাবন করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র এক বছরের মধ্যে এসব চাল রপ্তানি করে ৫.৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য পূরণ করতে যাচ্ছে ভারত।
এ কে সিং অভিযোগ করেছেন, পাকিস্তানে অবৈধভাবে ভারতীয় বাসমতী চালের বীজ বিক্রি ও চাষ শুরু হয়েছিল ‘পুসা বাসমতী-১১২১’ নামের একটি জাত দিয়ে। পাকিস্তানে এই জাতটি ‘পিকে-১১২১ অ্যারোমেটিক’ নামে নিবন্ধিত হয়েছে। এমনকি ওই চাল ‘কাইনাত-১১২১’ বাসমতী হিসেবেও বাজারজাত করা হচ্ছে। গুগলে এই শব্দটি সার্চ করে প্রায় ৬ লাখ ১৮ হাজার ফলাফল পাওয়া গেছে। এসব লিংকে দেখা গেছে, পাকিস্তানের করাচিভিত্তিক লিলা ফুডস এবং লাহোরের লতিফ রাইস মিলস (প্রা.) লিমিটেডের কাছে ওই চালটি রয়েছে।
তবে শুধু ওই চালটিই নয়, বাসমতীর আরও বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত পাকিস্তানে অন্য নামে উৎপাদন ও বিপণন হচ্ছে বলে অভিযোগ আইএআরআই পরিচালকের। এসব জাতের মধ্যে কিছু আছে, যেগুলো ১৩৫ থেকে ১৪৫ দিনের বদলে মাত্র ১১৫ থেকে ১২০ দিনের মধ্যেই পরিপক্ব হয়ে ওঠে।
আইএআরআই পরিচালক জানিয়েছেন, তাঁদের উদ্ভাবন করা বেশির ভাগ চাল ‘উদ্ভিদের জাত এবং কৃষকদের অধিকার আইন-২০০১’-এর অধীনে নিবন্ধিত হয়েছে। এই আইনের মাধ্যমে শুধু ভারতীয় কৃষকেরা নিবন্ধিত জাতের বীজ বপন, সংরক্ষণ এবং পুনরায় বপন করার অনুমতি পায়।
এ অবস্থায় এ কে সিং প্রশ্ন তুলেছেন, তাহলে পাকিস্তানে কীভাবে সুরক্ষিত এই জাতগুলো জন্মানো হচ্ছে?
বাসমতী চাল রপ্তানিতে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত ভারত। এ অবস্থায় ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (আইএআরআই) বিজ্ঞানীরা অভিযোগ তুলেছেন, তাঁদের বাসমতী চালের জনপ্রিয় একাধিক জাত অন্য নামে অবৈধভাবে চাষ করা হচ্ছে পাকিস্তানে।
এ বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইএআরআই পরিচালক এ কে সিং পাকিস্তানের অসাধু বীজ সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর ফলে দেশের কৃষক এবং রপ্তানিকারকদের স্বার্থ রক্ষা হবে বলে উল্লেখ করেছেন তিনি।
এ কে সিংয়ের নেতৃত্বাধীন আইএআরআই প্রতিষ্ঠানটি ভারতীয় সুগন্ধিযুক্ত বাসমতী চালের ৯০ শতাংশ জাত উদ্ভাবন করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাত্র এক বছরের মধ্যে এসব চাল রপ্তানি করে ৫.৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য পূরণ করতে যাচ্ছে ভারত।
এ কে সিং অভিযোগ করেছেন, পাকিস্তানে অবৈধভাবে ভারতীয় বাসমতী চালের বীজ বিক্রি ও চাষ শুরু হয়েছিল ‘পুসা বাসমতী-১১২১’ নামের একটি জাত দিয়ে। পাকিস্তানে এই জাতটি ‘পিকে-১১২১ অ্যারোমেটিক’ নামে নিবন্ধিত হয়েছে। এমনকি ওই চাল ‘কাইনাত-১১২১’ বাসমতী হিসেবেও বাজারজাত করা হচ্ছে। গুগলে এই শব্দটি সার্চ করে প্রায় ৬ লাখ ১৮ হাজার ফলাফল পাওয়া গেছে। এসব লিংকে দেখা গেছে, পাকিস্তানের করাচিভিত্তিক লিলা ফুডস এবং লাহোরের লতিফ রাইস মিলস (প্রা.) লিমিটেডের কাছে ওই চালটি রয়েছে।
তবে শুধু ওই চালটিই নয়, বাসমতীর আরও বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাত পাকিস্তানে অন্য নামে উৎপাদন ও বিপণন হচ্ছে বলে অভিযোগ আইএআরআই পরিচালকের। এসব জাতের মধ্যে কিছু আছে, যেগুলো ১৩৫ থেকে ১৪৫ দিনের বদলে মাত্র ১১৫ থেকে ১২০ দিনের মধ্যেই পরিপক্ব হয়ে ওঠে।
আইএআরআই পরিচালক জানিয়েছেন, তাঁদের উদ্ভাবন করা বেশির ভাগ চাল ‘উদ্ভিদের জাত এবং কৃষকদের অধিকার আইন-২০০১’-এর অধীনে নিবন্ধিত হয়েছে। এই আইনের মাধ্যমে শুধু ভারতীয় কৃষকেরা নিবন্ধিত জাতের বীজ বপন, সংরক্ষণ এবং পুনরায় বপন করার অনুমতি পায়।
এ অবস্থায় এ কে সিং প্রশ্ন তুলেছেন, তাহলে পাকিস্তানে কীভাবে সুরক্ষিত এই জাতগুলো জন্মানো হচ্ছে?
যুক্তরাষ্ট্রে থাকাকালীন ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। কসেনিয়া এই দিনেই একটি ইউক্রেনীয় দাতব্য সংস্থায় ৫১ ডলার (৩৯ পাউন্ড) দান করেছিলেন। রাশিয়ান ফেডারেশনের ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) তাঁকে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী...
৩ ঘণ্টা আগেসুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।
৫ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। বিষয়টি নিয়ে সাবেক প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি কাউকে কথা বলতে শোনা যায়নি। তবে সম্প্রতি এক পডকাস্টে নিজে থেকেই বিষয়টি সামনে আনেন মিশেল ওবামা। অভিনেত্রী সোফিয়া বুশের উপস্থাপনায় ‘ওয়ার্ক ইন প্রগ্রেস’...
৯ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। গতকাল বুধবার সাংবাদিকদের এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানান, প্রথম ধাপে এই সংখ্যা হাজারখানেক হতে পারে। তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া।’
১০ ঘণ্টা আগে