নিউটাউনে পাওয়া মাংসপিণ্ডের সঙ্গে এমপি আজিমের মেয়ের ডিএনএ মিল, দাবি ভারতীয় গণমাধ্যমের

কলকাতা সংবাদদাতা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬: ০১
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫: ০৭
ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও তার মেয়ে ডরিন। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতার নিউটাউনে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের দেহাবশেষ সন্দেহে সেপটিক ট্যাংক ও খাল থেকে উদ্ধার করা মাংসপিণ্ডের সঙ্গে তাঁর মেয়ের ডিএনএর মিল পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এ বিষয়ে কলকাতার সিআইডি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তারা গণমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছেন। তবে সিআইডি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ দিকে কলকাতার ভবানী ভবনের সিআইডি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, ডিএনএ রিপোর্টের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে উদ্ধার হওয়া মাংসপিণ্ডের ফরেনসিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ১৩ মে, কলকাতার নিউটাউনের একটি আবাসন থেকে এমপি আনোয়ারুল আজিম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন। এক সপ্তাহ পর, আবাসনের সেপটিক ট্যাংক থেকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় সন্দেহভাজন মাংসপিণ্ড। সন্দেহ করা হয়, এগুলোই এমপি আনারের দেহাবশেষ হতে পারে। এই ঘটনার পর কলকাতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়। মামলার তদন্তভার কলকাতা সিআইডি এবং স্পেশাল ট্রান্সপোর্ট শাখাকে দেওয়া হয়।

নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় যান এমপি আনারের ছোট মেয়ে ডরিন। তিনি সেখানে ডিএনএ নমুনা দেন। তিন সপ্তাহ পর ঢাকার কয়েকটি গণমাধ্যম দাবি করে, ডরিনের ডিএনএ নমুনা মাংসপিণ্ডের সঙ্গে মিলে গেছে।

ভারতের মাটিতে কোনো বাংলাদেশি সংসদ সদস্যের এমন রহস্যজনক হত্যাকাণ্ড নজিরবিহীন। সিআইডি, কলকাতা পুলিশ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা এই ঘটনায় সমন্বিতভাবে কাজ করছে।

অবশেষে আনুষ্ঠানিক রিপোর্টের অপেক্ষা করছে এমপি আনারের পরিবার ও রাজনৈতিক মহল। এতে স্পষ্ট হবে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কী ঘটেছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত