কলকাতা প্রতিনিধি
দুর্গাপূজার এখনো ৩০ দিন বাকি। কিন্তু গতকাল বুধবার থেকেই শারদ উৎসবে মেতে উঠেছে কলকাতা। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা। তবে রাষ্ট্রীয় ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনীতিবিদেরা।
কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আনন্দ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব পূজা কমিটির প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ঢাক-কাঁসর বাজিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজ্যের লোকসংস্কৃতি সহকারে বিশাল শোভাযাত্রা রেড রোডে গিয়ে শেষ হয়।
রেড রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ থেকে শারদ উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসব দল-মত নির্বিশেষে সবার। আশা করি সবাই এতে শামিল হবেন।’
এদিকে, সরকারি অর্থে এ ধরনের উৎসবের সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ করে বলেছেন, ‘এটাই ওনার রেসিপি, রাজনীতি। লুঠপাট হচ্ছে, ভাবার দরকার নেই, আমি তো আছি। আসুন না, আনন্দ করুন। এভাবে রাজনীতি চলছে। বাংলাকে শ্মশান করে দিয়ে যাবেন।’
সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের অভিযোগ, ‘দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’ প্রতি বছরের মতো আজ বামদের যুদ্ধবিরোধী মিছিলের অনুমতি না দেওয়ারও সমালোচনা করেন তিনি।
শোভাযাত্রায় কলকাতার তিন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলীকেও দেখা গেছে শোভাযাত্রায়। এ ছাড়া রাজ্যের প্রতিটি জেলায়ও একই রকমভাবে ইউনেসকোকে ধন্যবাদ জানানো হয়।
দুর্গাপূজার এখনো ৩০ দিন বাকি। কিন্তু গতকাল বুধবার থেকেই শারদ উৎসবে মেতে উঠেছে কলকাতা। জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেসকো কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রা। তবে রাষ্ট্রীয় ব্যয়ে এই শোভাযাত্রার আয়োজন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী রাজনীতিবিদেরা।
কলকাতার দুর্গাপূজাকে ‘কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আনন্দ উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব পূজা কমিটির প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে ঢাক-কাঁসর বাজিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। রাজ্যের লোকসংস্কৃতি সহকারে বিশাল শোভাযাত্রা রেড রোডে গিয়ে শেষ হয়।
রেড রোডে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ থেকে শারদ উৎসব শুরু হয়ে গেছে। এ উৎসব দল-মত নির্বিশেষে সবার। আশা করি সবাই এতে শামিল হবেন।’
এদিকে, সরকারি অর্থে এ ধরনের উৎসবের সমালোচনা করেছেন বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ করে বলেছেন, ‘এটাই ওনার রেসিপি, রাজনীতি। লুঠপাট হচ্ছে, ভাবার দরকার নেই, আমি তো আছি। আসুন না, আনন্দ করুন। এভাবে রাজনীতি চলছে। বাংলাকে শ্মশান করে দিয়ে যাবেন।’
সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের অভিযোগ, ‘দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।’ প্রতি বছরের মতো আজ বামদের যুদ্ধবিরোধী মিছিলের অনুমতি না দেওয়ারও সমালোচনা করেন তিনি।
শোভাযাত্রায় কলকাতার তিন ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিংয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সৌরভ গাঙ্গুলীকেও দেখা গেছে শোভাযাত্রায়। এ ছাড়া রাজ্যের প্রতিটি জেলায়ও একই রকমভাবে ইউনেসকোকে ধন্যবাদ জানানো হয়।
১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদী এবং এর শাখানদীগুলোর (ঝিলম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু) পানিবণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি হয়। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। কিন্তু এবার সেই ঐতিহাসিক চুক্তি স্থগিত করা হলো। ফলে পাকিস্তানে পানি সরবরাহ..
৮ ঘণ্টা আগেরানি মেরি ও রাজা ফ্রেডেরিক এক্স-এর জ্যেষ্ঠ কন্যা প্রিন্সেস ইসাবেলা সম্প্রতি রাজপ্রাসাদের নাইটস হলে ছবি তোলেন। ছবিগুলোতে তাঁকে একটি উজ্জ্বল কমলা বলগাউনে দেখা গেছে। তাঁর মাথায় ছিল হীরার টায়রা এবং বুকে ‘অর্ডার অব দ্য এলিফ্যান্ট’ খেতাবসহ তাঁর বাবার একটি ক্ষুদ্র পোর্ট্রেট ধারণ করেছিলেন।
৯ ঘণ্টা আগেসার্ক ভিসায় আসা ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আগে ইস্যু করা ভিসাও এখন থেকে বাতিল গণ্য হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির...
৯ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ঘুরতে গিয়ে ছোট ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন মঞ্জু নাথ। কর্ণাটকের এই ব্যক্তি স্ত্রী পল্লবী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তবে ফিরেছেন লাশ হয়ে। গত মঙ্গলবার সন্ত্রাসীরা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। তবে তাঁর স্ত্রীকে হত্যা করেনি সন্ত্রাসীরা; বরং তাঁকে
১০ ঘণ্টা আগে