ভারতের বিহার রাজ্যের চম্পারণ জেলায় ১০ জন মানুষের জীবন কেড়ে নেওয়া সেই বাঘটি অবশেষে মারা গেছে। স্থানীয় সময় আজ শনিবার রাতে বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত জানিয়েছেন, বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের বাগাহায় বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। ভারতের তেলেঙ্গানার হায়দারাবাদ থেকে আনা বন বিভাগের একদল বন্দুকধারী শিকারির হাতে বাঘটির মৃত্যু হয়। তিনি বলেছেন, ‘বন বিভাগের কর্মীরা বাল্মীকি টাইগার রিজার্ভ এলাকা থেকে বাঘটিকে খাঁচায় ধরার চেষ্টা করেন। বাঘটি মানুষের বাসস্থানে হানা দিচ্ছিল বলে প্রমাণ থাকায় নিয়ম অনুসারে বাঘটিকে হত্যার আদেশ দেওয়া হয়।’
সরকারি সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে তিন বছর বয়সী একটি বাঘটি। কিন্তু বাঘটি কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো নিশ্চিত নন বিহারের বন বিভাগের কর্মকর্তারা। চাম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ওই বাঘটি লোকালয়ে এসে হামলা চালিয়ে প্রাণ সংহার করছে বলে খবর পাওয়া গেছে।
বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত বাঘটিকে দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছিলেন। গত শুক্রবার বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে ডুমরি গ্রামের সঞ্জয় মাহাতো বাঘের আক্রমণে আহত হলে এই নির্দেশনা জারি করা হয়। অনেকেরই আশঙ্কা নেপাল বা অন্য কোনো রাজ্য থেকে বিহারে ঢুকে পড়েছে নরখাদক বাঘটি।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে ১২ বছরের এক কিশোরীকে টেনে নেয় বাঘটি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘বাঘটি ওই কিশোরীর বিছানার মশারি টেনে ছিঁড়ে ফেলে কিশোরীটির ঘাড় তার দুই চোয়ালে আটকে নিয়ে চলে যায়। পরে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি।’
এদিকে, বাঘটিকে খুঁজে বের করতে আকাশে ওড়ানো হয়েছিল একঝাঁক আধুনিক ড্রোন। ৫০০ জনেরও বেশি বন্দুকধারী প্রহরী তল্লাশি অভিযানে নেমেছিল।
ভারতের বিহার রাজ্যের চম্পারণ জেলায় ১০ জন মানুষের জীবন কেড়ে নেওয়া সেই বাঘটি অবশেষে মারা গেছে। স্থানীয় সময় আজ শনিবার রাতে বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত জানিয়েছেন, বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের বাগাহায় বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। ভারতের তেলেঙ্গানার হায়দারাবাদ থেকে আনা বন বিভাগের একদল বন্দুকধারী শিকারির হাতে বাঘটির মৃত্যু হয়। তিনি বলেছেন, ‘বন বিভাগের কর্মীরা বাল্মীকি টাইগার রিজার্ভ এলাকা থেকে বাঘটিকে খাঁচায় ধরার চেষ্টা করেন। বাঘটি মানুষের বাসস্থানে হানা দিচ্ছিল বলে প্রমাণ থাকায় নিয়ম অনুসারে বাঘটিকে হত্যার আদেশ দেওয়া হয়।’
সরকারি সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে সাড়ে তিন বছর বয়সী একটি বাঘটি। কিন্তু বাঘটি কোথা থেকে এসেছে তা নিয়ে এখনো নিশ্চিত নন বিহারের বন বিভাগের কর্মকর্তারা। চাম্পারণ জেলার বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ওই বাঘটি লোকালয়ে এসে হামলা চালিয়ে প্রাণ সংহার করছে বলে খবর পাওয়া গেছে।
বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত বাঘটিকে দেখামাত্র গুলি করার নির্দেশনা জারি করেছিলেন। গত শুক্রবার বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের উপকণ্ঠে ডুমরি গ্রামের সঞ্জয় মাহাতো বাঘের আক্রমণে আহত হলে এই নির্দেশনা জারি করা হয়। অনেকেরই আশঙ্কা নেপাল বা অন্য কোনো রাজ্য থেকে বিহারে ঢুকে পড়েছে নরখাদক বাঘটি।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে ১২ বছরের এক কিশোরীকে টেনে নেয় বাঘটি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘বাঘটি ওই কিশোরীর বিছানার মশারি টেনে ছিঁড়ে ফেলে কিশোরীটির ঘাড় তার দুই চোয়ালে আটকে নিয়ে চলে যায়। পরে আমরা তাঁর মরদেহ উদ্ধার করি।’
এদিকে, বাঘটিকে খুঁজে বের করতে আকাশে ওড়ানো হয়েছিল একঝাঁক আধুনিক ড্রোন। ৫০০ জনেরও বেশি বন্দুকধারী প্রহরী তল্লাশি অভিযানে নেমেছিল।
আদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
৫ মিনিট আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
১ ঘণ্টা আগেপেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
১ ঘণ্টা আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
২ ঘণ্টা আগে