অনলাইন ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি গাড়ি ধাক্কা দিলে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানায়, নিহতরা সবাই মারুতি সুজুকি এরটিগা গাড়ির আরোহী এবং তাঁরা ভাদোদরা থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন। দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রল টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মহারাষ্ট্র-নিবন্ধিত ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাঁ লেনে পার্ক করা ছিল। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা দেয় মারুতি সুজুকি গাড়ি। সংবাদ সংস্থা পিটিআই খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়াকে উদ্ধৃত করে এসব তথ্য দিয়েছে।
রাজেশ গাধিয়া বলেন, চালক এবং পাঁচ বছরের শিশুসহ নিহতদের সবাই সেই গাড়ির আরোহী ছিলেন। খেদা জেলার নাদিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মহারাষ্ট্রের পুনে থেকে জম্মু যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা ভাদোদরা, নাদিয়াদ, আহমেদাবাদসহ গুজরাটের বিভিন্ন শহরের বাসিন্দা এবং এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র চারজনকে চিহ্নিত করা হয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেশাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মতো ব্রেক কষতে না পারায় হয়তো ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছিল গাড়িটি।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়েতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি গাড়ি ধাক্কা দিলে এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানায়, নিহতরা সবাই মারুতি সুজুকি এরটিগা গাড়ির আরোহী এবং তাঁরা ভাদোদরা থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন। দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রল টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মহারাষ্ট্র-নিবন্ধিত ট্রাকটি এক্সপ্রেসওয়ের বাঁ লেনে পার্ক করা ছিল। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা দেয় মারুতি সুজুকি গাড়ি। সংবাদ সংস্থা পিটিআই খেদার পুলিশ সুপার রাজেশ গাধিয়াকে উদ্ধৃত করে এসব তথ্য দিয়েছে।
রাজেশ গাধিয়া বলেন, চালক এবং পাঁচ বছরের শিশুসহ নিহতদের সবাই সেই গাড়ির আরোহী ছিলেন। খেদা জেলার নাদিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি মহারাষ্ট্রের পুনে থেকে জম্মু যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা ভাদোদরা, নাদিয়াদ, আহমেদাবাদসহ গুজরাটের বিভিন্ন শহরের বাসিন্দা এবং এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র চারজনকে চিহ্নিত করা হয়েছে।
দুর্ঘটনার পর ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেশাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সময়মতো ব্রেক কষতে না পারায় হয়তো ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছিল গাড়িটি।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৪ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে