প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হওয়ার পরও প্রেমিকাকে চিকিৎসকের কাছে না নিয়ে অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের নবসারি জেলার একটি হোটেল কামরায়। ২৩ বছর বয়সী নার্সিং পড়ুয়া ওই তরুণী হোটেলটিতে গিয়েছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে। সেখানেই এ ঘটনা ঘটে।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একপর্যায়ে ওই তরুণীর গোপনাঙ্গের ভেতরের টিস্যু ছিঁড়ে যায়। ফলে রক্তক্ষরণ শুরু হয় এবং একপর্যায়ে তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই তরুণ প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই যুগল গত ২৩ সেপ্টেম্বর নবসারি জেলার একটি হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক স্থাপনের সময় ওই তরুণীর গোপনাঙ্গে রক্তপাত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি দুজনকে আতঙ্কিত করে তোলে। কিন্তু তাঁর প্রেমিক অ্যাম্বুলেন্স ডাকার বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কীভাবে রক্তপাত বন্ধ করা যায় তা অনলাইনে অনুসন্ধান করেছিল।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই তরুণ রক্তপাত বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটি কোনোভাবেই কাজ করেনি এবং কিছুক্ষণ পরে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। আতঙ্কিত হয়ে তাঁর প্রেমিক এক বন্ধুকে হোটেলে ডাকেন এবং তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়।
ওই তরুণ তাঁর প্রেমিকার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁরা আসার আগেই তাঁদের সন্তান মারা যান। পুলিশ ওই তরুণীর মরদেহে ময়নাতদন্তের জন্য সুরাট সিভিল হাসপাতালে পাঠিয়েছে এবং তরুণকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু হয়েছে। রক্তক্ষরণ শুরু হওয়ার পরও প্রেমিকাকে চিকিৎসকের কাছে না নিয়ে অনলাইনে প্রতিকার খুঁজছিলেন প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে ভারতের গুজরাট রাজ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের নবসারি জেলার একটি হোটেল কামরায়। ২৩ বছর বয়সী নার্সিং পড়ুয়া ওই তরুণী হোটেলটিতে গিয়েছিলেন তাঁর প্রেমিকের সঙ্গে। সেখানেই এ ঘটনা ঘটে।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একপর্যায়ে ওই তরুণীর গোপনাঙ্গের ভেতরের টিস্যু ছিঁড়ে যায়। ফলে রক্তক্ষরণ শুরু হয় এবং একপর্যায়ে তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যায়। এ ঘটনায় ২৬ বছর বয়সী ওই তরুণ প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই যুগল গত ২৩ সেপ্টেম্বর নবসারি জেলার একটি হোটেলে গিয়েছিলেন। যৌন সম্পর্ক স্থাপনের সময় ওই তরুণীর গোপনাঙ্গে রক্তপাত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি দুজনকে আতঙ্কিত করে তোলে। কিন্তু তাঁর প্রেমিক অ্যাম্বুলেন্স ডাকার বা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কীভাবে রক্তপাত বন্ধ করা যায় তা অনলাইনে অনুসন্ধান করেছিল।
ফরেনসিক প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই তরুণ রক্তপাত বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু এটি কোনোভাবেই কাজ করেনি এবং কিছুক্ষণ পরে ওই তরুণী অজ্ঞান হয়ে যান। আতঙ্কিত হয়ে তাঁর প্রেমিক এক বন্ধুকে হোটেলে ডাকেন এবং তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ওই তরুণীকে মৃত ঘোষণা করা হয়।
ওই তরুণ তাঁর প্রেমিকার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁরা আসার আগেই তাঁদের সন্তান মারা যান। পুলিশ ওই তরুণীর মরদেহে ময়নাতদন্তের জন্য সুরাট সিভিল হাসপাতালে পাঠিয়েছে এবং তরুণকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আদালতে প্রধান বিচারপতি কেন্দ্র সরকারকে জিজ্ঞাসা করেন, ‘হিন্দু দেবোত্তর বোর্ডের সদস্য হিসেবে কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? খোলাখুলি বলুন। যদি না দেয়, তবে ওয়াক্ফ বোর্ডে হিন্দু কেন?’ তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, এটি ‘খুবই উদ্বেগজনক’।
১৭ মিনিট আগেচীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে নির্মাণাধীন হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটি চলতি বছরের জুনে চালু হবে। নদীর পানিস্তর থেকে সেতুটি প্রায় ২ হাজার ৫১ ফুট ওপরে থাকবে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু ফ্রান্সের মিলাউ ভায়াডাক্টের চেয়ে এই সেতুটি প্রায় ৯৪৭ ফুট বেশি উঁচু হবে।
১ ঘণ্টা আগেপেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তাঁর স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী লিমার একটি আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনী প্রচার চালানোর জন্য হুমালা ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং ব্রাজিলের
২ ঘণ্টা আগেজার্মানির বার্লিনে প্যালিয়েটিভ কেয়ারে নিযুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৪০ বছর বয়সী এই চিকিৎসক মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ওই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন বলে অভিযোগ।
২ ঘণ্টা আগে