প্রতিনিধি
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়ে বাংলাদেশের উদাহরণ টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সোমবার মালদায় তিনি বলেন, ‘রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছে না।’
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ, ‘দিলীপবাবুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর কথার কোনো গুরুত্ব নেই।’
প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এমন বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনকে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা খতিয়ে দেখার নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গে ভোটের পর ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছে তৃণমূল–এই অভিযোগ বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘উগ্রপন্থীদের সরকার’ বলেও মন্তব্য করেন। কথা প্রসঙ্গে তিনি সিরিয়া, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশেরও তুলনা টানেন। তাঁর এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করায় তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘মানুষ ওঁর (দিলীপ ঘোষ) কথায় পাত্তা দেয় না। এসব বলে নিজেকে পরিহাসের পাত্র করে তুলেছেন।’
এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেরই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আপিল খারিজ করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ডিভিশন বেঞ্চ।
করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, করোনায় মৃত সবার পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্যভাবে মৃতদের প্রতি অবিচার করা হবে বলেও সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। কিন্তু বিরোধীরা কড়া সমালোচনা শুরু করেছেন মোদি সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে, সমস্ত মৃত্যুই দুঃখজনক হলেও দুর্যোগ মোকাবিলা আইনে কোভিডে মৃতদের সাহায্য দিতেই পারে সরকার। তা ছাড়া কোভিডে অনেকেই চিকিৎসার অব্যবস্থার কারণে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ের মতে, কোভিড রোগীদের ক্ষতিপূরণের প্রশ্নে মোদি সরকারের অমানবিক মুখটাই ধরা পড়েছে। তাঁর অভিযোগ, শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মওকুফ করে দিতে পারলেও কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রশ্নে সরকার মোটেই ইচ্ছুক নয়।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৪২২। ১৩৫ কোটির দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২৫৬ জন গত ২৪ ঘণ্টাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে ভারতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতেও করোনা আক্রান্তের হার অনেকটাই কমের দিকে। টিকা প্রয়োগে গতি আসাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করছে সরকার। তবে অক্টোবরে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে গোটা দেশে। তাই জারি রয়েছে কোভিড বিধিনিষেধ।
কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়ে বাংলাদেশের উদাহরণ টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সোমবার মালদায় তিনি বলেন, ‘রাজ্যের অবস্থা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উগ্রপন্থীদের আস্তানা হয়ে যাচ্ছে। রাজ্য সরকার কিছুই করছে না।’
তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষের কটাক্ষ, ‘দিলীপবাবুর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাঁর কথার কোনো গুরুত্ব নেই।’
প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এমন বেফাঁস মন্তব্যের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনকে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা খতিয়ে দেখার নির্দেশ বহাল রেখেছেন কলকাতা হাইকোর্ট।
পশ্চিমবঙ্গে ভোটের পর ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়েছে তৃণমূল–এই অভিযোগ বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘উগ্রপন্থীদের সরকার’ বলেও মন্তব্য করেন। কথা প্রসঙ্গে তিনি সিরিয়া, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশেরও তুলনা টানেন। তাঁর এই মন্তব্য নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করায় তৃণমূল নেতা তাপস রায় বলেন, ‘মানুষ ওঁর (দিলীপ ঘোষ) কথায় পাত্তা দেয় না। এসব বলে নিজেকে পরিহাসের পাত্র করে তুলেছেন।’
এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেরই পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই আপিল খারিজ করে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন ডিভিশন বেঞ্চ।
করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ বিতর্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, করোনায় মৃত সবার পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। কোভিডে মৃতদের ক্ষতিপূরণ দিলে অন্যভাবে মৃতদের প্রতি অবিচার করা হবে বলেও সরকার সর্বোচ্চ আদালতকে জানিয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। কিন্তু বিরোধীরা কড়া সমালোচনা শুরু করেছেন মোদি সরকারের। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতে, সমস্ত মৃত্যুই দুঃখজনক হলেও দুর্যোগ মোকাবিলা আইনে কোভিডে মৃতদের সাহায্য দিতেই পারে সরকার। তা ছাড়া কোভিডে অনেকেই চিকিৎসার অব্যবস্থার কারণে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ের মতে, কোভিড রোগীদের ক্ষতিপূরণের প্রশ্নে মোদি সরকারের অমানবিক মুখটাই ধরা পড়েছে। তাঁর অভিযোগ, শিল্পপতিদের কোটি কোটি টাকা ঋণ মওকুফ করে দিতে পারলেও কোভিডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রশ্নে সরকার মোটেই ইচ্ছুক নয়।
ভারতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১ হাজার ৪২২। ১৩৫ কোটির দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ২৫৬ জন গত ২৪ ঘণ্টাতে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
তবে ভারতে করোনার প্রকোপ ধীরে ধীরে কমছে। পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতেও করোনা আক্রান্তের হার অনেকটাই কমের দিকে। টিকা প্রয়োগে গতি আসাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করছে সরকার। তবে অক্টোবরে কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে গোটা দেশে। তাই জারি রয়েছে কোভিড বিধিনিষেধ।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের তরফ থেকে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হলো—চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপকারী।
১৩ মিনিট আগেলেবাননে এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় লেবাননে অন্তত ৩ হাজার ৭০০ জন নিহত হয়েছেন। অবশেষে, এতগুলো মানুষের প্রাণহানির পর আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির। ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থে
১ ঘণ্টা আগে৬০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। এমন হলে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং মিলিশিয়া এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বন্ধ হবে। এর ফলে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হবে এবং ওই অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধারাও অবস্থান করতে পারবে না।
১০ ঘণ্টা আগেবিশ্বে বর্তমানে ৩ হাজার ৩২৩ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে ১৩ শতাংশ বা ৪৩১ জন হলেন নারী বিলিয়নিয়ার। সোমবার ‘আলট্রাটা বিলিয়নিয়ার পরিসংখ্যানের’ তথ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি বলেছে, ধীরে ধীরে নারীরা বৈশ্বিক সম্পদের বড় অংশীদার হয়ে উঠছেন।
১০ ঘণ্টা আগে