Ajker Patrika

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড 

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০: ২২
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড 

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্রাজিলভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ রায় দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এই ঘুষ গ্রহণের দায়ে তাঁকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এর আগে, গত সপ্তাহে এই মামলার শুনানির সময় তলেদো আদালতকে উদ্দেশ্য করে বলেন, তিনি ক্যানসারের রোগী। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি আপনার কাছে আবেদন জানাই, আমাকে সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন।’ 

লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তাঁর বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে তলেদোকে গ্রেপ্তার করা হয়। তারও আগে পেরু তাঁকে প্রত্যর্পণের অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের কাছে। তাঁর সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে বছরের পর বছর আইনি বিতর্কের পর ২০২২ সালে ফেরত পাঠানো হয়। 

ওদেব্রেখত সংশ্লিষ্ট বেশ কয়েকটি মামলা লাতিনের বেশ কয়েকটি দেশেই চলছে। এসব মামলায় পেরু, পানামা এবং ইকুয়েডরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে। গুয়াতেমালা ও মেক্সিকোর মতো দেশগুলোতেও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্ত চলছে। তবে সম্প্রতি কোম্পানিটি নাম পরিবর্তন করে নভোনর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত