স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।
দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’
রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!
রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।
অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।
স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান বাংলাদেশি যুবক রুবেল (৩৬)। এবার সত্যি সত্যি রুবেলের স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট। ১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।
দুবাইয়ের সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে। আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, ‘এটি আমার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য। আমি এখনো ঠিক করিনি এই অর্থ কীভাবে ব্যবহার করব, তবে আমি বিগ টিকিট কেনা চালিয়ে যাব। ইতিমধ্যে আমার পরবর্তী টিকিট কিনেছি। আমি অন্য অংশগ্রহণকারীদের বলব, অন্তত একবার চেষ্টা করুন।’
রুবেলের বিগ টিকিট জয়ের এই গল্প একটাই বার্তা দেয়—স্বপ্ন দেখা বন্ধ করবেন না। হয়তো আপনার পরবর্তী টিকিটেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ!
রুবেল হোসেন জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে। সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কেনেন। রুবেল বাবা, মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে একসঙ্গে বসবাস করছেন।
অনলাইনে ওয়েবসাইটে কিংবা আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টারে গিয়ে এই বিগ টিকিট কিনতে পারবেন।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সবকিছু ভুলে যেন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।
২ ঘণ্টা আগেভারতের গুজরাটে ১ হাজার ২৪ জন ‘বাংলাদেশিকে’ আটকের দাবি করেছে রাজ্য সরকার। স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৩টা থেকে অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল।
২ ঘণ্টা আগেইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ অজানা।
২ ঘণ্টা আগেরাশিয়ার কুরস্ক অঞ্চলে বছরখানেক আগে অভিযান শুরু করেছিল ইউক্রেন। অঞ্চলটির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছিল কিয়েভ। দীর্ঘ সময় লড়াইয়ের পর অবশেষে অঞ্চলটি কিয়েভের সেনাদের দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩ ঘণ্টা আগে