দিনভর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা  

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ সোমবার সারা দিন ধরেই হামলা করেছে গোষ্ঠীটি। এর জেরে তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকাসহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজছে সাইরেন। 

দেশটির সামরিক বাহিনী আইডিএফের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, সকালে ইসরায়েলের হাইফা এলাকায় প্রায় ১০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। আইডিএফ বলেছে, বেশির ভাগ রকেট আকাশেই বিধ্বস্ত করা হয়েছে এবং কিছু রকেট খোলা জায়গায় পড়েছে। এর কিছুক্ষণ পরেই নেতানিয়া, বাকা আল-গারবিয়া এবং আশপাশের কয়েকটি শহরে রকেট হামলা করে হিজবুল্লাহ। এ সময় এসব এলাকায় বেজে ওঠে সাইরেন।

আইডিএফ দাবি করেছে, তাঁরা লেবানন থেকে ছোড়া সমস্ত রকেট আটকে দিয়েছে এবং কোনো আহতের খবর পাওয়া যায়নি। 

বিকেলে গ্যালিলে কার্মিয়েলের দিকে ১৫টি রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করে হিজবুল্লাহ। এসব রকেটও আকাশেই ধ্বংস করার দাবি করেছে আইডিএফ। যদিও বেশ কয়েকটি এলাকায় রকেট ইসরায়েলের মাটিতে আঘাত হানার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি রকেট পার্ক করা গাড়িতে আঘাত করে ও আগুন ধরে যায়। 

তবে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা বিষয়ক সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, রকেটের ব্যারেজে কোনো আঘাতের ঘটনা ঘটেনি। 

সন্ধ্যায় লেবানন থেকে আরও তিনটি রকেট ছোড়া হয়। এতে উত্তর ইসরায়েল থেকে পারদেস হান্না পর্যন্ত উপকূল বরাবর নেতানিয়া, তেল আবিব, হলন ও রিশন লেজিওন পর্যন্ত এবং আশপাশের কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। তবে এসব শহর কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। তিনটি রকেটই আকাশে ধ্বংসের দাবি করেছে আইডিএফ। 

এই সময়ে আইডিএফ হিজবুল্লাহর ড্রোন হামলার সক্ষমতা নষ্ট করার লক্ষ্যে উত্তর লেবাননে নজিরবিহীন এক হামলা চালিয়েছে। 

নতুন করে এ হামলার আগের দিন গতকাল রোববার ইসরায়েলে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এটি ছিল ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর দেশটিতে হিজবুল্লাহর সবচেয়ে প্রাণঘাতী হামলা। এতে চার ইসরায়েলি সেনা নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

গত বছর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। তবে গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো শুরু করে ইসরায়েল। পরে ১ অক্টোবর দেশটিতে স্থল হামলা শুরু করেন ইসরায়েলের সেনারা। 

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ইসরায়েলের হাফিয়া শহরের কাছে একটি নৌঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তাঁরা। এ ছাড়া দক্ষিণ লেবাননের আইতা আল-শাব গ্রামের কাছে দুই পক্ষের মধ্যে ‘সহিংস লড়াই’ হয়েছে। 

এদিকে আজ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলের একটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন রেডক্রস। হামলার শিকার এলাকাটি মূল যুদ্ধক্ষেত্র থেকে দূরে অবস্থিত এবং খ্রিষ্টান-অধ্যুষিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত