ইসরায়েলি বন্দরনগরীতে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ৫ 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার এক বছর পূর্তির দিনে এই হামলা চালাল হিজবুল্লাহ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের বন্দরনগরী হাইফার কারমেল সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া রকেট ও শ্র্যাপনেল শহরের বিভিন্ন অংশে আঘাত হেনেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি এলাকায় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা ধ্বংসাবশেষ এবং শ্র্যাপনেলের খবর পাওয়া গেছে। 

হাইফার রামবাম হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রকেট হামলায় আহত ৬ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ১ খুবই সামান্য আঘাত পেয়েছেন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন বেশ খানিকটা আঘাত পেয়েছেন। অপর একজনকে মানসিক আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে। 

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডাম ইমারজেন্সি সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলেই দুজনকে চিকিৎসার দিয়েছে। তাদের একজন ১৩ বছরের বালক, যার মাথায় শ্র্যাপনেলের আঘাত লেগেছে। অপর একজন ২২ বছরের তরুণ। সে একটি রকেট বিস্ফোরণের সময় একটি জানালার পাশা থাকায় সেটির ভাঙা কাচ দিয়ে আঘাত পায়। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা পাঁচটি রকেট দেখতে পায় শহরের আকাশে। কিন্তু বাধা দেওয়ার আগেই সেগুলো শহরে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহ গত রোববার শতাধিক রকেট নিক্ষেপ করেছে। 

এদিকে, ইসরায়েল লেবাননের দক্ষিণ বৈরুত ও এর আশপাশের এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের কর্তৃপক্ষের মতে, গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত