যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন আতঙ্ক, এক সপ্তাহে তীব্র শীতে ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২: ০৬
Thumbnail image
বাবার কোলে ঠান্ডায় মারা যাওয়া শিশু জুমান আল-বাতরান। ছবি: আনাদোলু

ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছরের বেশি সময় ধরে। এই সময়ে গাজার প্রায় শতভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার বাসিন্দাদের মাথা গোঁজার ঠাঁই নেই বললেই চলে। অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের ওপর তাঁবু খাঁটিয়ে বসবাস করছে। এই অবস্থায় অঞ্চলটিতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হাড় কাঁপানো শীত। শীতের তীব্র এতই বেশি যে, ঠান্ডায় জমে গিয়ে অঞ্চলটিতে এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু হয়েছে।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার শরণার্থীশিবিরে চরম ঠান্ডা এবং উষ্ণতার অভাবে গতকাল রোববার ২০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জুমা আল-বাতরান। দেইর আল-বালাহ শহরে ‘তীব্র ঠান্ডার কারণে’ তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘তার (জুমা আল-বাতরান) যমজ ভাই এখনো মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে গাজায় ঠান্ডায় জমে মারা যাওয়া শিশুদের সংখ্যা পাঁচে পৌঁছেছে।

এদিকে, গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফলে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫১৪। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান হামলায় প্রায় ১ লাখ ৮ হাজার ১৮৯ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের ওপর চালানো গণহত্যায় ইসরায়েলি বাহিনী ৩০ জনকে হত্যা করেছে এবং ৯৯ জনকে আহত করেছে।’ এতে আরও বলা হয়েছে, ‘অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তার ওপরে আটকে আছেন, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’

এর আগে, গত বছরের ৭ অক্টোবর হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামলায় চালায়। এরপর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক অস্ত্রবিরতির প্রস্তাব উপেক্ষা করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে।

মারণাত্মক ইসরায়েলি যুদ্ধের দ্বিতীয় বছরে গাজার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সংগঠন এবং নেতা এই আক্রমণকে জনগোষ্ঠী ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টা এবং গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন।

গত মাসে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় তাদের নৃশংস যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত