মসজিদে হারাম ও নববিতে নতুন ৪ ইমাম

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৫: ০৪
Thumbnail image

সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র দুটি স্থান সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মসজিদে নববি। এ দুই মসজিদে চারজন নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের হারামাইন শরিফাইনে স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস সৌদি আরবের রাজকীয় আদেশ অনুসরণ করে তাঁদের এই নিয়োগ দেন। উল্লেখ্য, মসজিদে হারাম ও নববিকে একত্রে হারামাইন শরিফাইন বলা হয়। 

মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ বদর আল তুর্কি ও শায়খ ওয়ালিদ আশ শামসান। অন্য দিকে, মসজিদে নববিতে নিয়োগ পেয়েছেন শায়খ আবদুল্লাহ আল কুরাফি ও শায়খ মুহাম্মদ বারহাজি। 

গত রমজান মাসে দুই প্রধান মসজিদে তারাবির নামাজে এই চার অতিথি ইমাম হাজি ও মুসল্লিদের মুগ্ধ করেছিলেন। এবার নিয়মিত ইমাম হিসেবেও নিয়োগ পেলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত