অনলাইন ডেস্ক
ইরাক ও সিরিয়ায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দা দপ্তর ও সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি জানিয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা নিউজ এক প্রতিবেদনে বলেছে, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস একটি (মোসাদের) গুপ্তচর সদর দফতর ধ্বংস করা এবং এই অঞ্চলের কিছু অংশে ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সমাবেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।’ ইরনা আরও বলেছে, ‘এই সদর দফতর এই অঞ্চলে গুপ্তচরবৃত্তি এগিয়ে নেওয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র ছিল।’
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সদর দফতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস করেছে। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরবিলে হামলায় অন্তত চার বেসামরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ছয়জন। কুর্দি আঞ্চলিক সরকারের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ইরানের হামলাকে ‘অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
চলতি মাসে ইরানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে বিপ্লবী গার্ড সিরিয়ায় ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরসিজির নিজস্ব সংবাদমাধ্যম সিপাহ নিউজ বলেছে, ‘ইসলামি বিপ্লবী গার্ড কর্পস...সিরিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের সঙ্গে সম্পর্কিত প্রধান উপাদানগুলোর সমাবেশের স্থানগুলো চিহ্নিত করেছে বিশেষ করে, আইএসআইএসের (দায়েশ) কার্যক্রমের স্থানগুলো। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছে।’
ইরানের এই হামলার পর দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা কোনো মার্কিন স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেনি এবং কোনো ঘাঁটিতেই হতাহতের ঘটনা ঘটেনি। তবে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্র জানিয়েছে, আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলেরর যে অঞ্চলে হামলা হয়েছে, তা ইরবিল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। বিস্ফোরণস্থল স্থানীয় মার্কিন কনস্যুলেট ও বেসামরিক বাসস্থানের কাছাকাছি একটি এলাকায়।
ইরাক ও সিরিয়ায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোয়েন্দা দপ্তর ও সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বিষয়টি জানিয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা নিউজ এক প্রতিবেদনে বলেছে, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস একটি (মোসাদের) গুপ্তচর সদর দফতর ধ্বংস করা এবং এই অঞ্চলের কিছু অংশে ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর সমাবেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।’ ইরনা আরও বলেছে, ‘এই সদর দফতর এই অঞ্চলে গুপ্তচরবৃত্তি এগিয়ে নেওয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার কেন্দ্র ছিল।’
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর সদর দফতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ধ্বংস করেছে। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরবিলে হামলায় অন্তত চার বেসামরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ছয়জন। কুর্দি আঞ্চলিক সরকারের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে ইরানের হামলাকে ‘অপরাধ’ বলে আখ্যা দিয়েছে।
চলতি মাসে ইরানে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে বিপ্লবী গার্ড সিরিয়ায় ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরসিজির নিজস্ব সংবাদমাধ্যম সিপাহ নিউজ বলেছে, ‘ইসলামি বিপ্লবী গার্ড কর্পস...সিরিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের সঙ্গে সম্পর্কিত প্রধান উপাদানগুলোর সমাবেশের স্থানগুলো চিহ্নিত করেছে বিশেষ করে, আইএসআইএসের (দায়েশ) কার্যক্রমের স্থানগুলো। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের ধ্বংস করেছে।’
ইরানের এই হামলার পর দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা কোনো মার্কিন স্থাপনাকে ক্ষতিগ্রস্ত করেনি এবং কোনো ঘাঁটিতেই হতাহতের ঘটনা ঘটেনি। তবে কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্র জানিয়েছে, আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিলেরর যে অঞ্চলে হামলা হয়েছে, তা ইরবিল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। বিস্ফোরণস্থল স্থানীয় মার্কিন কনস্যুলেট ও বেসামরিক বাসস্থানের কাছাকাছি একটি এলাকায়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
২ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৩ ঘণ্টা আগে