সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।
আজ রোববার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এটি বিগত দুই সপ্তাহের মধ্যে ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ধারণ করা হয়েছে।
এই নতুন ভিডিওটি এমন এক সময়ে ভাইরাল হলো, যখন মাত্র তিন মাস আগে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে আরেকটি অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানে আহু দরিয়াই নামে এক নারী শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পর প্রতিবাদ হিসেবে নিজের পোশাক খুলে ফেলেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় দরিয়াইকে গুরুতর শারীরিক নির্যাতন করা হয়। তাঁর মাথা গাড়ির দরজা বা একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক রক্তক্ষরণও হয়। এমনকি তাঁর রক্তের দাগ গাড়ির টায়ারেও দেখা গিয়েছিল।
Watch: A video circulating on social media shows a woman standing naked on a police vehicle in Iran. The exact time and location of the footage are unclear, but it is said to have been recorded in the religious city of Mashhad within the past two weeks. pic.twitter.com/gyOFQQDPkm
— Iran International English (@IranIntl_En) February 2, 2025
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ‘নারীদের স্বাধীনতা’ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পর থেকে কট্টরপন্থীরা নারীদের জন্য কঠোর পোশাকবিধি আরও কঠোরভাবে প্রয়োগ করার চেষ্টা করছে।
সরকারের বাধা ও দমন-পীড়ন সত্ত্বেও জনগণের বড় অংশ এসব বাধানিষেধ এখন অমান্য করে চলেছেন। তবে বাধ্যতামূলক হিজাব আইন আরও জোরদার করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং হিজাব সংক্রান্ত অপরাধে জড়িত গাড়িগুলো জব্দ করার ঘটনা অন্যতম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।
আজ রোববার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভিডিওটির সঠিক সময় ও স্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এটি বিগত দুই সপ্তাহের মধ্যে ইরানের ধর্মীয় নগরী মাশহাদে ধারণ করা হয়েছে।
এই নতুন ভিডিওটি এমন এক সময়ে ভাইরাল হলো, যখন মাত্র তিন মাস আগে তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে আরেকটি অনুরূপ ঘটনা ঘটেছিল। সেখানে আহু দরিয়াই নামে এক নারী শিক্ষার্থী নিরাপত্তা বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পর প্রতিবাদ হিসেবে নিজের পোশাক খুলে ফেলেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় দরিয়াইকে গুরুতর শারীরিক নির্যাতন করা হয়। তাঁর মাথা গাড়ির দরজা বা একটি স্তম্ভের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মক রক্তক্ষরণও হয়। এমনকি তাঁর রক্তের দাগ গাড়ির টায়ারেও দেখা গিয়েছিল।
Watch: A video circulating on social media shows a woman standing naked on a police vehicle in Iran. The exact time and location of the footage are unclear, but it is said to have been recorded in the religious city of Mashhad within the past two weeks. pic.twitter.com/gyOFQQDPkm
— Iran International English (@IranIntl_En) February 2, 2025
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে ‘নারীদের স্বাধীনতা’ আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের পর থেকে কট্টরপন্থীরা নারীদের জন্য কঠোর পোশাকবিধি আরও কঠোরভাবে প্রয়োগ করার চেষ্টা করছে।
সরকারের বাধা ও দমন-পীড়ন সত্ত্বেও জনগণের বড় অংশ এসব বাধানিষেধ এখন অমান্য করে চলেছেন। তবে বাধ্যতামূলক হিজাব আইন আরও জোরদার করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং হিজাব সংক্রান্ত অপরাধে জড়িত গাড়িগুলো জব্দ করার ঘটনা অন্যতম।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সবকিছু ভুলে যেন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।
২ ঘণ্টা আগেভারতের গুজরাটে ১ হাজার ২৪ জন ‘বাংলাদেশিকে’ আটকের দাবি করেছে রাজ্য সরকার। স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৩টা থেকে অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল।
২ ঘণ্টা আগেইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ অজানা।
২ ঘণ্টা আগেরাশিয়ার কুরস্ক অঞ্চলে বছরখানেক আগে অভিযান শুরু করেছিল ইউক্রেন। অঞ্চলটির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছিল কিয়েভ। দীর্ঘ সময় লড়াইয়ের পর অবশেষে অঞ্চলটি কিয়েভের সেনাদের দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩ ঘণ্টা আগে