Ajker Patrika

ইসরায়েলি বিমান হামলায় রাফায় ১০ শিশুসহ অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৪
ইসরায়েলি বিমান হামলায় রাফায় ১০ শিশুসহ অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ শনিবার সকালে এই বিমান হামলা চালান হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ।

আজ সকালে রাফা এলাকায় তিনটি বিমান হামলায় ২৮ জন নিহত হয়েছেন বলে জানান একজন স্বাস্থ্য কর্মকর্তা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের মতে, মৃতদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি বিমান হামলায় তিনটি পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন—যার মধ্যে শিশু মোট ১০ জন। সবচেয়ে ছোট শিশুর বয়স তিন মাস। 

গাজার দক্ষিণের অঞ্চল রাফাকে আগে ‘নিরাপদ অঞ্চল’ বলে আখ্যা দিয়েছিল ইসরায়েল। এবার সেখানেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) স্থল অভিযান শুরুর ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটি থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। এই ঘোষণার ঘণ্টাখানেক পরেই রাফায় বিমান হামলা চালানো হয়েছে।

তবে স্থল অভিযান কবে থেকে শুরু করা হবে তা এখনো পরিষ্কার করেননি নেতানিয়াহু। তার এই ঘোষণার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাফায়। গাজার মোট জনসংখ্যা ২৩ লাখের অর্ধেকেরও বেশি এখন রাফায় আশ্রয় নিয়েছে। এবার মাত্র ১৫১ বর্গকিলোমিটার এলাকার এই অঞ্চলে হামলার পরিকল্পনা করেছে ইসরায়েল। 

গাজায় যুদ্ধবিরতির জন্য ‘অক্লান্তভাবে’ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলকে কড়া ধমকও দিয়েছেন তিনি। বাইডেন বলেছেন, হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা মাত্রা ছাড়িয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বলেছিলেন, গাজাবাসীকে অমানবিক অবস্থায় ঠেলে দেওয়ার লাইসেন্স ইসরায়েলের নেই।

জনাকীর্ণ রাফায় ইসরায়েল বড় মাত্রার অভিযান চালালে তা বিপর্যয়কর হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দার অর্ধেকের বেশি এখন রাফা শহরে ভিড় করেছে। কারণ, কোথাও তাদের যাওয়ার জায়গা নেই। এমনকি বাস্তুচ্যুত এসব মানুষের শুধু ‘ঘর নেই’ তা-ই নয়, তাদের কোনো ‘আশাও নেই’।

সর্বশেষ তথ্য অনুসারে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে টানা চার মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৭। এ ছাড়া এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৬৭ হাজার ৪৫৯ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত