অনলাইন ডেস্ক
সৌদি আরবের দুই পবিত্র নগরীর দুই মসজিদ হারাম শরিফ ও মসজিদে নববীতে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে নতুন পরামর্শ দিয়েছে দেওয়া হয়েছে। পরামর্শ দিয়েছেন এই দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ও মক্কার ইমাম আবদুল রহমান আল-সুদাইস। তিনি বলেছেন, এই দুই পবিত্র স্থানে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে সময় নষ্ট করবেন না।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, আবদুল রহমান আল-সুদাইস এই দুই স্থানে যাওয়া মুসলিমদের উদ্দেশ্যে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত না হয়ে ইবাদতে বেশি সময় কাটানোর পরামর্শ দিয়ে বলেছেন, ‘সময় ও পবিত্র স্থান দ্বয়ের মূল্যায়ন করুন।’
প্রতিবছরই রমজান মাসে সৌদি নাগরিক ও প্রচুর বিদেশি মুসলমানরা মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যান। এই মাসটি ওমরাহ ও নবীর কবর জেয়ারতের জন্য সবচেয়ে বড় মৌসুম হিসেবে বিবেচনা করে দেশটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই দুই স্থানেই যাওয়া মুসল্লিরা ব্যাপক হারে ছবি ও ভিডিও রেকর্ড করা শুরু করেছেন।
এই অবস্থায় মসজিদ দুটিতে ভিড় বাড়ছে এবং অনেকের সমস্যা হচ্ছে এতে। ফলে এতদ্বসংক্রান্ত সমস্যা সমাধানে ছবি তোলা ও ভিডিও করাকে নিরুৎসাহিত করতে খুতবায় আলোচনা ও সচেতনতা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সুদাইস। তিনি বলেছেন, ‘আমরা দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানে প্রস্তুত।’
গত ১১ মার্চ রমজান মাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মসজিদুল হারামে অন্তত ৭৫ লাখ মানুষ প্রবেশ করেছেন এবং এই সময় অন্তত ১ কোটি মানুষ মসজিদে নববীতে গিয়েছেন। তবে সবাই যেন সুযোগ পায় এই বিষয়টি নিশ্চিত করতে গত সপ্তাহে সৌদি আরবের সরকার মুসল্লিদের একবারের বেশি ওমরাহ নিষিদ্ধ করেছে।
সৌদি আরবের দুই পবিত্র নগরীর দুই মসজিদ হারাম শরিফ ও মসজিদে নববীতে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে নতুন পরামর্শ দিয়েছে দেওয়া হয়েছে। পরামর্শ দিয়েছেন এই দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ও মক্কার ইমাম আবদুল রহমান আল-সুদাইস। তিনি বলেছেন, এই দুই পবিত্র স্থানে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে সময় নষ্ট করবেন না।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, আবদুল রহমান আল-সুদাইস এই দুই স্থানে যাওয়া মুসলিমদের উদ্দেশ্যে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত না হয়ে ইবাদতে বেশি সময় কাটানোর পরামর্শ দিয়ে বলেছেন, ‘সময় ও পবিত্র স্থান দ্বয়ের মূল্যায়ন করুন।’
প্রতিবছরই রমজান মাসে সৌদি নাগরিক ও প্রচুর বিদেশি মুসলমানরা মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যান। এই মাসটি ওমরাহ ও নবীর কবর জেয়ারতের জন্য সবচেয়ে বড় মৌসুম হিসেবে বিবেচনা করে দেশটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই দুই স্থানেই যাওয়া মুসল্লিরা ব্যাপক হারে ছবি ও ভিডিও রেকর্ড করা শুরু করেছেন।
এই অবস্থায় মসজিদ দুটিতে ভিড় বাড়ছে এবং অনেকের সমস্যা হচ্ছে এতে। ফলে এতদ্বসংক্রান্ত সমস্যা সমাধানে ছবি তোলা ও ভিডিও করাকে নিরুৎসাহিত করতে খুতবায় আলোচনা ও সচেতনতা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সুদাইস। তিনি বলেছেন, ‘আমরা দুই পবিত্র মসজিদে মুসল্লিদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানে প্রস্তুত।’
গত ১১ মার্চ রমজান মাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মসজিদুল হারামে অন্তত ৭৫ লাখ মানুষ প্রবেশ করেছেন এবং এই সময় অন্তত ১ কোটি মানুষ মসজিদে নববীতে গিয়েছেন। তবে সবাই যেন সুযোগ পায় এই বিষয়টি নিশ্চিত করতে গত সপ্তাহে সৌদি আরবের সরকার মুসল্লিদের একবারের বেশি ওমরাহ নিষিদ্ধ করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১১ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১১ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
১১ ঘণ্টা আগে