Ajker Patrika

তাপপ্রবাহ নিয়ে সৌদি আরবে নতুন সতর্কতা জারি

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১২: ২১
তাপপ্রবাহ নিয়ে সৌদি আরবে নতুন সতর্কতা জারি

তাপপ্রবাহের বিষয়ে সৌদি আরবে নতুন সতর্কতা জারি করা হয়েছে। জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। 

সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক রিসার্চ সেন্টারের প্রধান আবদুল আজিজ আল মজুরি বলেছেন, দেশটিতে জুলাই ও আগস্টে তাপমাত্রা বৃদ্ধি চূড়ায় পৌঁছাতে পারে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজির (এনসিএম) একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক তাপপ্রবাহে দেশটির পূর্বাঞ্চলের শহর দাম্মামের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এনসিএমের মুখপাত্র হোসাইন আল কাহতানি দেশটির ওপর দিয়ে আবারও তাপপ্রবাহের আশঙ্কা করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রিয়াদ ও পূর্বাঞ্চল প্রদেশের ওপর।

অন্যান্য আবহাওয়ার পূর্বাভাসেও বলা হচ্ছে, ইন্টার-ট্রপিক্যাল কনভারজেন্স জোন (আটিসিজি) নামে পরিচিত একটি চাপবলয় বিশেষ করে জুলাই এবং আগস্টের মধ্যে আরব উপদ্বীপে স্বাভাবিকের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। সম্প্রতি সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় গরম বাতাসের প্রভাবে তাপমাত্রা বেড়েছে।

গত মাসের শুরুর দিকে, অতিরিক্ত তাপের কারণে গ্রীষ্মের শেষ না হওয়া পর্যন্ত মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার খুতবা কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে। আগে এটি ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী ছিল।

সৌদি কর্তৃপক্ষ হজ করতে আসা মানুষদের এবং মুসল্লিদের পানিশূন্যতা কাটাতে এবং হিট স্ট্রোক এড়াতে নানা ধরনের পরামর্শ দিয়ে আসছিলেন। এর মধ্যে আছে প্রচুর তরল পান করা, সরাসরি সূর্যের তাপের নিচে না আসা, ছাতা ব্যবহার করা এবং ছায়াযুক্ত স্থানে নামাজসহ বিভিন্ন ইবাদত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত