Ajker Patrika

৩ দিন সাপ্তাহিক ছুটির খবর অস্বীকার করল সৌদি আরব

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৫
৩ দিন সাপ্তাহিক ছুটির খবর অস্বীকার করল সৌদি আরব

‘সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গণমাধ্যমের উদ্দেশে বলেছে, যেকোনো খবর প্রকাশের আগে সঠিক তথ্য জানা উচিত।

গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সাংবাদ সম্মেলনে দেশটির মানবসম্পদমন্ত্রী আহমেদ আল রাজি বলেছেন, সৌদি আরবকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করার জন্য শ্রমব্যবস্থা নিয়ে গবেষণা করা হচ্ছে। কাজের সময় এবং দিন নির্ধারণে আগ্রহী হলেও আমরা বাজারকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করতে এবং চাকরির বাজার তৈরি করতে আগ্রহী। 

প্রবাসী শ্রমিকদের একটি বড় জায়গা সৌদি আরব। গত মার্চে সৌদি সরকার শ্রম সংস্কার করেছিল। সেখানে নিয়োগকর্তার অনুমোদন ছাড়াই প্রবাসী কর্মীদের জন্য কাজের পরিবর্তন এবং প্রস্থান ও পুনঃপ্রবেশের ভিসা অনুমোদন দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত