সৌদি আরব যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৮: ০৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে সৌদি আরব সহ কয়েকটি আঞ্চলিক দেশ সফর করছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আরাগচি তাঁর সফরের সময় আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযান বন্ধে কাজ করবেন।

আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে আরাগচি বলেছেন, ‘গাজায় হামলার মধ্যেই লেবাননে ইহুদিবাদীদের নির্লজ্জ অপরাধ প্রতিরোধের জন্য এই অঞ্চলে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি এই অঞ্চলে, রিয়াদ সহ কয়েকটি রাজধানীতে সফর শুরু করব। আমরা লেবাননে নৃশংস হামলা বন্ধ করতে এই অঞ্চলের দেশগুলো থেকে একটি সম্মিলিত আন্দোলনের প্রচেষ্টা চালাব।’

এদিকে মঙ্গলবারই সৌদি আরব সফরের সরাসরি উল্লেখ না করে আরব নেতাদের নিষ্ক্রিয়তার নিয়ে তীব্র সমালোচনা করেছে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত মিডিয়া আউটলেট তাসনিম। আউটলেটটি পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব নেতাদের অভিযুক্ত করে বলেছে, তাঁরা গাজায় ইহুদিবাদী বর্বরতার দর্শক মাত্র। আরও অভিযোগ করা হয়—উপসাগরীয় আরব নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক অবস্থান নিতে শুধু ব্যর্থই হয়নি বরং প্রকাশ্যে বা গোপনে দেশটির শাসন ও কর্মকে সমর্থন করেছে।

এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অধিকাংশই ইরান-ইসরায়েলের সংঘর্ষে তাদের নিরপেক্ষতার কথা তেহরানকে জানিয়ে দিয়েছিল।

আজ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচির কূটনৈতিক প্রচেষ্টা তার লেবানন এবং সিরিয়া সফরের পরপরই এসেছে। লেবাননে সফরে গিয়ে তিনি হিজবুল্লাহর প্রতি ইরানের অবিচল সমর্থনের ওপর জোর দিয়েছিলেন। সে সময় ‘ইরান সব সময় লেবাননের জনগণের পাশে থাকবে’ লিখে একটি টুইটও করেছিলেন।

গত শুক্রবার ইরানের সুপ্রিম লিডার আলি খামেনি পাঁচ বছরের মধ্যে প্রথমবারের তেহরানের নামাজে ইমামতি করেন। খুতবা পাঠে তিনি আরব অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির উপস্থিতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বেল্ট শক্ত করতে হবে। আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা এবং লেবানন, সমস্ত ইসলামিক দেশে। এটিই প্রধান বিষয় যা আমি আলোচনা করতে চেয়েছিলাম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত