Ajker Patrika

আবারও লেবাননকে গাজায় পরিণত করার হুমকি নেতানিয়াহুর 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২: ৪২
আবারও লেবাননকে গাজায় পরিণত করার হুমকি নেতানিয়াহুর 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও লেবাননকে গাজার মতো যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত করার হুমকি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেওয়া এক ভিডিও ভাষণে তিনি বলেছেন, লেবানন যদি হিজবুল্লাহকে যুদ্ধ চালিয়ে যেতে দেয় তাহলে দেশটির পরিণতিও হবে গাজার মতো। 
 
গতকাল মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে একটি ভাষণ দেন, যা ভিডিও আকারে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা হয়। পোস্টে আরবি ভাষায় একটি ক্যাপশনও দেওয়া হয়। বাংলায় অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, ‘একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়ার আগে লেবাননকে বাঁচানোর সুযোগ আছে। তা গ্রহণ না করলে আমরা গাজায় যা দেখছি, সেরকম ধ্বংস ও দুর্ভোগের দিকে এগিয়ে যাবে লেবানন।’ 

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ভাষণ ও হুমকি এমন এক সময়ে দেওয়া হলো, যখন হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক হামলা চালানো শুরু করেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার হিজবুল্লাহ ইসরায়েলের বন্দরনগরী হাইফাতে শতাধিক রকেট হামলা চালিয়েছে কয়েক ঘণ্টার ব্যবধানে। বিপরীতে লেবানন সীমান্তে সেনাসংখ্যা আরও বাড়িয়েছে ইসরায়েল। 

লেবাননের জনগণের উদ্দেশে দেওয়া সরাসরি ভিডিও ভাষণে নেতানিয়াহু লেবাননবাসীকে তাদের দেশকে হিজবুল্লাহর কবল থেকে মুক্ত করার আহ্বান জানান, যাতে আরও ধ্বংস এড়ানো যায়। তিনি বলেন, ‘একটি দীর্ঘ যুদ্ধের অতল গহ্বরে পতিত হওয়ার আগে লেবাননকে বাঁচানোর সুযোগ আছে। তা গ্রহণ না করলে আমরা গাজায় যা দেখছি, সেরকম ধ্বংস ও দুর্ভোগের দিকে এগিয়ে যাবে লেবানন।’ 

তাঁর ভাষণ থেকে এই হুমকি স্পষ্ট যে, লেবানিজ কর্তৃপক্ষ যদি হিজবুল্লাহকে না ঠেকায়, তবে ইসরায়েল কাউকেই তোয়াক্কা না করে নির্বিচারে হামলা চালানো শুরু করবে। যেমনটা চালানো হয়েছে এবং হচ্ছে গাজায়। নেতানিয়াহু বলেন, ‘হে লেবাননের জনগণ, আমি আপনাদের বলতে চাই, আপনারা নিজ দেশকে হিজবুল্লাহর কবল থেকে মুক্ত করুন, যাতে এই যুদ্ধ শেষ হয়।’ 

এর আগে, গত ডিসেম্বরে নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দেন। সে সময় তিনি বলেছিলেন, হিজবুল্লাহ যদি হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খোলে, তবে ছাড় দেওয়া হবে না। 

একই মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হুমকি দেন, প্রয়োজনে লেবাননের রাজধানী বৈরুতকেও গাজায় পরিণত করা হবে, অর্থাৎ গাজার মতো বিধ্বস্ত অঞ্চলে পরিণত করা হবে। তিনি বলেছেন, লেবাননভিত্তিক গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা বন্ধ না করে, তবে তার মূল্য চোকাতে হবে সাধারণ লেবানিজদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত