Ajker Patrika

মেক্সিকোর পর মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হানল ক্যালিফোর্নিয়ায়

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ২১: ৪৬
মেক্সিকোর পর মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হানল ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। এর আগমুহূর্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। এতে ৮০ বছর পর খরাপ্রবণ প্রদেশটিতে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। প্রদেশটির সরকারি কর্মকর্তারা জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন; পাশাপাশি তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই মৌসুমি ঝড় আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতে প্রদেশটির পর্বত এবং মরুভূমি অঞ্চল ৫ থেকে ১০ ইঞ্চি ডুবে যেতে পারে, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের সমান।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছেএদিকে লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, হিলারির আঘাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তী সময় আরও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন।

মেয়র কারেন বাস গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, এটি আরও খারাপ হতে পারত। আমার উদ্বেগ হলো অনেকেই বাইরে বের হচ্ছেন এখন। যখন নিরাপদ থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এর আগে গতকাল মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত