প্রশ্ন: শীতকালে চুল শুকাতে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি। কিন্তু এতে চুল খুব বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে মনে হয়। এ সময় চুল মসৃণ ও সুন্দর রাখতে কী করা যেতে পারে।
সুবর্ণা আহমেদ, নোয়াখালী
শীতে অবশ্যই চুল নিয়মিত পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহারের পর চুল প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুলে কন্ডিশনার লেগে না থাকে। এরপর চুলে হেয়ার সেরাম ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে নিলে চুলের শুষ্কতা ও রুক্ষতার সমস্যা থাকবে না।
প্রশ্ন: ব্ল্যাকহেডস তোলার জন্য আমি চারকোল মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহারের পর ত্বক পরিচ্ছন্ন হলেও মনে হয় মুখের ত্বকের উপরিভাগে কোনো একটা সমস্যা হচ্ছে। কারণ ব্যবহারের পর প্রথম দুই তিন দিন পানির ঝাপটা দেওয়ার পরও মুখ জ্বালা করে। কেন হচ্ছে এমন? সমাধান কী?
বিপাশা বিনতে শামীম, মানিকগঞ্জ
হয়তো আপনার মাস্কে অনেক বেশি রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার ত্বকের উপযোগী নয়। তাই আপনি এ ধরনের মাস্ক ব্যবহার না করে ভালো কোনো বিউটি ক্লিনিক বা পারলার থেকে ব্ল্যাকহেডস পরিষ্কার করাতে পারেন মাসে এক থেকে দুইবার। আর যে কোনো প্রসাধনী বা প্যাকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যা আপনার ত্বকের উপযুক্ত হবে না তা ব্যবহার করবেন না।
প্রশ্ন: আমার চুল অনেক বেশি তৈলাক্ত। তা ছাড়া মুখেও প্রচুর ব্রণ আছে ও হচ্ছে। সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মুখ যদি তৈলাক্ত হয় তাহলে আপনাকে অয়েল ফ্রি কসমেটিকস ব্যবহার করতে হবে। আর ব্রণ থাকলে ভালো কোনো বিউটি ক্লিনিকে গিয়ে তার চিকিৎসা করাতে হবে।
পরামর্শ দিয়েছেন শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: শীতকালে চুল শুকাতে আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি। কিন্তু এতে চুল খুব বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যাচ্ছে মনে হয়। এ সময় চুল মসৃণ ও সুন্দর রাখতে কী করা যেতে পারে।
সুবর্ণা আহমেদ, নোয়াখালী
শীতে অবশ্যই চুল নিয়মিত পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার ব্যবহারের পর চুল প্রচুর পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে চুলে কন্ডিশনার লেগে না থাকে। এরপর চুলে হেয়ার সেরাম ব্যবহার করতে হবে। তারপর ভালোভাবে শুকিয়ে নিলে চুলের শুষ্কতা ও রুক্ষতার সমস্যা থাকবে না।
প্রশ্ন: ব্ল্যাকহেডস তোলার জন্য আমি চারকোল মাস্ক ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহারের পর ত্বক পরিচ্ছন্ন হলেও মনে হয় মুখের ত্বকের উপরিভাগে কোনো একটা সমস্যা হচ্ছে। কারণ ব্যবহারের পর প্রথম দুই তিন দিন পানির ঝাপটা দেওয়ার পরও মুখ জ্বালা করে। কেন হচ্ছে এমন? সমাধান কী?
বিপাশা বিনতে শামীম, মানিকগঞ্জ
হয়তো আপনার মাস্কে অনেক বেশি রাসায়নিক উপাদান রয়েছে যা আপনার ত্বকের উপযোগী নয়। তাই আপনি এ ধরনের মাস্ক ব্যবহার না করে ভালো কোনো বিউটি ক্লিনিক বা পারলার থেকে ব্ল্যাকহেডস পরিষ্কার করাতে পারেন মাসে এক থেকে দুইবার। আর যে কোনো প্রসাধনী বা প্যাকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যা আপনার ত্বকের উপযুক্ত হবে না তা ব্যবহার করবেন না।
প্রশ্ন: আমার চুল অনেক বেশি তৈলাক্ত। তা ছাড়া মুখেও প্রচুর ব্রণ আছে ও হচ্ছে। সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
মুখ যদি তৈলাক্ত হয় তাহলে আপনাকে অয়েল ফ্রি কসমেটিকস ব্যবহার করতে হবে। আর ব্রণ থাকলে ভালো কোনো বিউটি ক্লিনিকে গিয়ে তার চিকিৎসা করাতে হবে।
পরামর্শ দিয়েছেন শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
২ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
২ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
২ দিন আগে