ব্লক-বাটিকের কাপড়ের যত্ন

ফিচার ডেস্ক 
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ১৫

ব্লক কিংবা বাটিকের পোশাক মানেই রঙের সমাহার। ব্লকের রং ভালো না হলে অনেক সময় সেগুলো কাপড়ের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। তাই ব্লকের কাপড় ধোয়ার সময় বাড়তি কিছু যত্ন নিতে হবে। এ ছাড়া ব্লক ও বাটিকের রঙের একটা আলাদা গন্ধ থাকে। কিছু রাসায়নিকের কারণে এই গন্ধগুলো তীব্র হয়। তাই ব্লক ও বাটিকের কাপড়ের আলাদা যত্নের প্রয়োজন পড়ে। 

খেয়াল রাখুন ধোয়ার নিয়ম 
ব্লক কিংবা বাটিকের পোশাক কখনোই খুব বেশি ঘষে ধোয়া ঠিক নয়। এতে রং ওঠা বা হালকা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কাপড়ে ময়লা লাগলে তা হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার সময়ও বেশি ঘষা যাবে না। 

শুকানোর নিয়ম 
ধোয়া কাপড় অবশ্যই উল্টো করে রোদে শুকাতে দিতে হবে। না হলে রং জ্বলে যেতে পারে। 

ইস্তিরি করার নিয়ম 
কাপড় শুকিয়ে তা উল্টো করে ইস্তিরি করতে হবে। ব্লকের রঙের ওপর ইস্তিরি করা হলে অনেক সময় এর রং নষ্ট হয়। আবার কখনো নকশার জায়গাটি কুঁচকে যায়। উল্টো করে ইস্তিরি করা হলে রং নষ্ট হয় না বরং দীর্ঘস্থায়ী হয়। ছবি: সংগৃহীতধোয়ার ক্ষেত্রে সতর্কতা 

  • প্রথমবার ধোয়ার আগে ব্লক বা বাটিকের কাপড় শুকিয়ে উল্টো পিঠে ভালোভাবে আয়রন করলে ভালো হয়। এতে কাপড়টির রং পাকাপোক্ত হয়। তাই ব্যবহারের আগে যতবার সম্ভব উল্টো পিঠে আয়রন করে নেওয়া ভালো। 
  • ব্লক কিংবা বাটিকের কাপড় প্রথমবার ধোয়ার আগে একটি বালতিতে লবণ ও পানি গুলিয়ে নিয়ে তাতে কাপড় ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট পরে তা উঠিয়ে নিতে হবে।  
  • ব্লকের কাপড় ধোয়ার আগে কড়া রোদে উল্টো করে শুকিয়ে নিতে হবে। 
  • যেকোনো কাপড়ের ক্ষেত্রে কখনোই অতিরিক্ত চিপে পানি ঝরানো যাবে না। 
  • রোদে শুকাতে দেওয়ার আগে অবশ্যই কাপড় উল্টে শুকাতে দিতে হবে। এতে কাপড় নতুনের মতো থাকে এবং কাপড়ের নকশা নষ্ট হয় না। 
  • শুধু ব্লক কিংবা বাটিকের কাপড়ই নয়, যেকোনো কাপড় বেশিক্ষণ পানিতে ডুবিয়ে রাখা ঠিক নয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত