লাইফস্টাইল ডেস্ক
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে