জীবনধারা ডেস্ক
শীতে শুষ্ক এবং গরমকালে তেলতেলে থাকা ত্বকে ব্রণের সমস্যায় কী করবেন?
উত্তর: বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।
নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহারের পরও মাথার ত্বক পাতলাভাবে উঠতে শুরু করলে কী করবেন?
উত্তর: এটা খুব সম্ভবত খুশকির সমস্যা। এর জন্য আপনাকে অবশ্যই একজন কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। তবে যদি কেউ বিউটি ট্রিটমেন্ট করতে চান, তাহলে সেভাবে এগোতে হবে। আর যদি চিকিৎসকের পরামর্শ চান, তাহলে তার জন্য পদ্ধতি অন্য। এমন কোনো ঘরোয়া পদ্ধতি নেই, যার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তবে মাথার শুষ্ক ত্বকের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়। বিশেষজ্ঞের পরামর্শে সেগুলোর কোনো একটি চাইলে কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
শোভন সাহা
কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
শীতে শুষ্ক এবং গরমকালে তেলতেলে থাকা ত্বকে ব্রণের সমস্যায় কী করবেন?
উত্তর: বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনি নিতে হবে বিউটি ক্লিনিক থেকে। একজন অভিজ্ঞ কসমেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করে সঠিক কসমেটিক ব্যবহার করতে হবে।
নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহারের পরও মাথার ত্বক পাতলাভাবে উঠতে শুরু করলে কী করবেন?
উত্তর: এটা খুব সম্ভবত খুশকির সমস্যা। এর জন্য আপনাকে অবশ্যই একজন কসমেটোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট দেখাতে হবে। তবে যদি কেউ বিউটি ট্রিটমেন্ট করতে চান, তাহলে সেভাবে এগোতে হবে। আর যদি চিকিৎসকের পরামর্শ চান, তাহলে তার জন্য পদ্ধতি অন্য। এমন কোনো ঘরোয়া পদ্ধতি নেই, যার মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তবে মাথার শুষ্ক ত্বকের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার পাওয়া যায়। বিশেষজ্ঞের পরামর্শে সেগুলোর কোনো একটি চাইলে কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন।
পরামর্শ দিয়েছেন
শোভন সাহা
কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: [email protected]
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে