ঐশানী মোদক
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত ত্বকের যত্নে অনেক কিছু করেছে মানুষ। সেগুলোর একটি হলো ফেস স্টিমিং। অর্থাৎ মুখমণ্ডলে বাষ্পের ছোঁয়া দেওয়া। সারা বিশ্বেই ত্বকযত্নে সচেতন নারীদের কাছে ব্যাপক জনপ্রিয় এ প্রক্রিয়া। কিন্তু কেন?
প্রাকৃতিক পরিষ্কারক
কোনো পণ্য বা রাসায়নিকের ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবেই ত্বক পরিষ্কার করে ফেস স্টিমিং। এটি মুখের লোমকূপগুলো খুলে দেয় এবং এর ভেতরে লুকিয়ে থাকা ধুলা-ময়লা, তেল ও ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর। এর ফলে মুখমণ্ডলে ব্রণের ঝামেলা থেকেও অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
রক্তসঞ্চালন বাড়ায়
ফেস স্টিমিংয়ের বিভিন্ন সুবিধার মধ্যে আরেকটি হলো, এটি রক্তনালির প্রসার ঘটায় এবং মুখমণ্ডলে রক্তসঞ্চালন আরও উন্নত করে। এর ফলে ত্বকের কোষগুলোতে পৌঁছে যায় সব প্রয়োজনীয় পুষ্টি, ত্বক হয়ে ওঠে আরও প্রাণবন্ত!
ত্বকের কোমলতা বাড়ায়
মুখমণ্ডল বাষ্পের মাধ্যমে ত্বক হয়ে ওঠে কোমল। ফলে মুখমণ্ডলের মৃতকোষ অপসারণ করতে এটি সহায়তা করে।
যেভাবে স্টিম নেবেন
সূত্র: ফেমিনা
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে