নাহিন আশরাফ
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
একদিন হয়তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেন লালবাগ কেল্লা কিংবা আহসান মঞ্জিল। কেমন হবে যদি আপনার ঘুরতে যাওয়ার পোশাকেই থাকে লালবাগ কেল্লা বা আহসান মঞ্জিলের চিত্র? এ ধরনের মোটিফে এখন কাজ করছে বাংলাদেশের ফ্যাশন হাউসগুলো। পোশাকে তুলে আনা হচ্ছে স্থাপত্যের নিদর্শন, কখনো কখনো কাপড়ে ছাপা অক্ষরে লেখা থাকছে তার ইতিহাসও।
চলতি জমানায় ভ্রমণ যেন শুধু চোখ আর মনের ক্ষুধা মেটানোরই ব্যাপার নয়; ভ্রমণ মানে সুন্দর সুন্দর কিছু ছবিও, যা স্মৃতি ধরে রাখে।তাই ভ্রমণকালে কোন ধরনের পোশাক পরা হচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এসব কথা বিবেচনায় রেখে এবং গতানুগতিক ফ্যাশন থেকে বের হয়ে ডিজাইনাররা ভাবছেন ভিন্ন ভাবনা।
পোশাকে স্থাপত্যশৈলীর মোটিফ তুলে আনার বিষয়ে কথা হয় সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইনার শামীম রহমানের সঙ্গে। তিনি জানান, তাঁদের ফ্যাশন হাউস যখন পোশাকে স্থাপত্য নিয়ে কাজ শুরু করে, তখন ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্রেতার চাহিদার কথা আমলে নিয়েই তাঁরা পোশাকে ঐতিহাসিক স্থাপত্যের কাজ করতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন বেশির ভাগ মানুষই ফ্যাশনসচেতন, একঘেয়ে পোশাক থেকে বের হয়ে সবাই ট্রেন্ডি কিছু খোঁজে। তাই এসব চাহিদার কথা মাথায় রেখে পোশাকে ফুটিয়ে তোলা হচ্ছে মোগল আমল, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল আবার কখনো দেখা যাচ্ছে পুরোনো জমিদারবাড়ি। পুরো বাংলার ইতিহাস যেন একেবারে ফুটিয়ে তোলা হচ্ছে পোশাকে।’
ওয়্যারহাউসের স্বত্বাধিকারী তাসনিম ফেরদৌস বলেন, ‘সময়ের চাহিদা মেটাতে সিঙ্গেল কামিজ, ফ্রক, থ্রিপিস, কুর্তি, টপস, কাফতান, শ্রাগ, শাড়ি—সবকিছুতেই স্থাপত্যের প্রিন্ট নিয়ে আসা হচ্ছে। জায়গা বুঝে যাঁরা পোশাক পরেন, তাঁদের ভাবনাকে গুরুত্ব দিয়েই এই ট্রেন্ডের পথচলা।’
খেয়াল করলে দেখবেন, এখন শাড়ির আঁচল ও পাড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্থাপত্য নকশা। ওড়নাজুড়ে থাকছে স্থাপত্য। এমনকি ছেলেদের পাঞ্জাবি ও শার্টেও ফুটে উঠেছে বিভিন্ন স্থাপত্যের মোটিফ। পোশাকে স্থাপত্য ডিজিটাল প্রিন্টের মাধ্যমে বসানো হয়। তাই সুতি, সিনথেটিক, লিনেন ও সিল্কের ওপর এ ধরনের মোটিফের কাজ বেশি করা হয়।
শামীম রহমান বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ সহজে নতুন কিছু গ্রহণ করতে পারত না। তবে এখন মানুষ নতুন কিছু সাদরে গ্রহণ করছে। তাই পোশাকের প্রিন্ট ও ডিজাইন—সবকিছু নিয়ে রোজই নতুন করে আমরা ভাবছি।’
পোশাকে স্থাপত্যকলার মোটিফ ব্যবহার ফ্যাশনে নতুন প্রবণতার জন্ম দিয়েছে। এটি এক দিকে যেমন তৈরি করেছে নতুন ট্রেন্ড, অন্য দিকে এটি আমাদের ইতিহাসচর্চারও অংশ হয়ে দাঁড়াচ্ছে। এত দিন যে ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু বইয়ের পাতায় কিংবা ফিচারের ছবি হিসেবে ব্যবহৃত হতে দেখা গেছে, এখন সেগুলো জায়গা পাচ্ছে পোশাকে। এই নতুন সংযোজন তাই ফ্যাশনে বহুমাত্রিক হয়ে দেখা দিচ্ছে।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে