নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হলো এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০২৩। ফ্যাশন ডিজাইনারস কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স, বিশেষ পৃষ্ঠপোষক অংশীদার হুন্দাই বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক।
এফডিসিবির ফ্যাশন ডিজাইনার মাহিন খানের নেতৃত্বে বাংলাদেশের ফ্যাশন জগতের প্রতিভাবান ডিজাইনারদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দুই দিনব্যাপী ফ্যাশন সপ্তাহটি আয়োজনে সহযোগিতা করছে বাই হেয়ার নাও, এমটিবি, স্ট্রিক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার ও মেচুরা কেয়ার লিমিটেড। অনুষ্ঠানটির কলেবর সাজিয়েছে শ্রেয়া ডিজিটাল ৩৬০, আতিথেয়তায় ছিল হোটেল দ্য ওয়ে ঢাকা এবং ভেন্যু সহযোগিতা করেছে আলোকি।
‘বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ’-তে ছিল এফডিসিবির ১৮ সদস্য এবং একই সঙ্গে ভারতের ৬ জন ডিজাইনারের আকর্ষণীয় সব সৃষ্টিকর্ম।
প্রয়াত ডিজাইনার ও ফ্যাশনগুরু এবং এফডিসিবির সহসভাপতি এমদাদ হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এরপর ফ্যাশন সপ্তাহের পাওয়ার পার্টনার এপেক্স প্রদর্শন করে তাদের জমকালো কালেকশন।
এরপর মূল প্রদর্শনীতে প্রথম কালেকশনটি ছিল চন্দনা দেওয়ানের। ‘মঙ্গল শোভাযাত্রা’র অনুপ্রেরণায় তিনি তাঁর বর্ণাঢ্য কালেকশনটি তৈরি করেছেন। গুঞ্জন জৈন তাঁর ‘ফ্ল্যামিঙ্গো উপজাতি’ নামের কালেকশনটিতে দেশীয় তুষার ও মালবেরি সিল্কের কাজ দিয়ে নজর কাড়েন।
বাংলাদেশের আফসানা ফেরদৌসী তাঁর ‘নীল নদীর গল্প’ শিরোনামের কালেকশনে নদী ও জলজ জীবনের গল্প বলেন।
প্রদর্শনীর চার নম্বরে রিফাত রহমান তাঁর ‘স্প্রিং/সামার ২৩’ কালেকশনটি প্রদর্শন করেন। প্রথম দিনের রাতের পঞ্চম ডিজাইনার ছিলেন তাসফিয়া আহমেদ। তাঁর কালেকশনে ছিল ‘৯০-এর রোমান্টিক’ ক্ল্যাসিক টুকরা ফ্লান্টিং ফ্লেয়ার আনারকালিস, সুতির শাড়ি, জারদৌসির কাজসহ মাটির টোন, পুরোনো ব্লক প্রিন্ট। এরপর ছিল সাদিয়া রুপার কালেকশন। তাঁর নকশার অনুপ্রেরণা ছিল পোস্টেজ স্ট্যাম্প ও হাতে লেখা চিঠি।
মেঘালয়ের ডিজাইনার ইবা মাল্লাই তাঁর ‘কিনিহো’ নামের কালেকশন দেখান এর পরেই। এতে ছিল আধুনিক নন্দনতত্ত্বের সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ।
পরিবেশবাদী আইনজীবী নওশীন খায়ের ফেয়ার ট্রেড ব্র্যান্ড অরণ্যের ব্যবস্থাপনা ও ক্রিয়েটিভ ডিরেক্টর। কমলা ও কালো রঙে প্রাকৃতিক ডাই প্রিন্ট ফুটিয়ে তুলতে তিনি নতুন শেড এবং কৌশল অবলম্বন করেছিলেন।
এরপর একে একে তরুণ ডিজাইনার ইমাম হাসান, তানহা শেখ, কুহু প্লামন্দন ও ভারতের রিমি নায়কও তাঁদের উপস্থাপনা প্রদর্শন করেন।
১৭ মার্চ একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন। প্রদর্শনীতে এপেক্সের পাদুকা এবং স্ট্রিক্স-এর হেয়ারস্টাইল দেখানো হয়। নিজেদের কালেকশন প্রদর্শন করেন মাহিন খান, শাহরুখ আমিন, পারমিতা ব্যানার্জি, লালথেলেনমাওয়াই চেনকুল, লিপি খন্দকার প্রমুখ।
ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হলো এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ ২০২৩। ফ্যাশন ডিজাইনারস কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল এপেক্স, বিশেষ পৃষ্ঠপোষক অংশীদার হুন্দাই বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক।
এফডিসিবির ফ্যাশন ডিজাইনার মাহিন খানের নেতৃত্বে বাংলাদেশের ফ্যাশন জগতের প্রতিভাবান ডিজাইনারদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দুই দিনব্যাপী ফ্যাশন সপ্তাহটি আয়োজনে সহযোগিতা করছে বাই হেয়ার নাও, এমটিবি, স্ট্রিক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার ও মেচুরা কেয়ার লিমিটেড। অনুষ্ঠানটির কলেবর সাজিয়েছে শ্রেয়া ডিজিটাল ৩৬০, আতিথেয়তায় ছিল হোটেল দ্য ওয়ে ঢাকা এবং ভেন্যু সহযোগিতা করেছে আলোকি।
‘বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ’-তে ছিল এফডিসিবির ১৮ সদস্য এবং একই সঙ্গে ভারতের ৬ জন ডিজাইনারের আকর্ষণীয় সব সৃষ্টিকর্ম।
প্রয়াত ডিজাইনার ও ফ্যাশনগুরু এবং এফডিসিবির সহসভাপতি এমদাদ হকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এরপর ফ্যাশন সপ্তাহের পাওয়ার পার্টনার এপেক্স প্রদর্শন করে তাদের জমকালো কালেকশন।
এরপর মূল প্রদর্শনীতে প্রথম কালেকশনটি ছিল চন্দনা দেওয়ানের। ‘মঙ্গল শোভাযাত্রা’র অনুপ্রেরণায় তিনি তাঁর বর্ণাঢ্য কালেকশনটি তৈরি করেছেন। গুঞ্জন জৈন তাঁর ‘ফ্ল্যামিঙ্গো উপজাতি’ নামের কালেকশনটিতে দেশীয় তুষার ও মালবেরি সিল্কের কাজ দিয়ে নজর কাড়েন।
বাংলাদেশের আফসানা ফেরদৌসী তাঁর ‘নীল নদীর গল্প’ শিরোনামের কালেকশনে নদী ও জলজ জীবনের গল্প বলেন।
প্রদর্শনীর চার নম্বরে রিফাত রহমান তাঁর ‘স্প্রিং/সামার ২৩’ কালেকশনটি প্রদর্শন করেন। প্রথম দিনের রাতের পঞ্চম ডিজাইনার ছিলেন তাসফিয়া আহমেদ। তাঁর কালেকশনে ছিল ‘৯০-এর রোমান্টিক’ ক্ল্যাসিক টুকরা ফ্লান্টিং ফ্লেয়ার আনারকালিস, সুতির শাড়ি, জারদৌসির কাজসহ মাটির টোন, পুরোনো ব্লক প্রিন্ট। এরপর ছিল সাদিয়া রুপার কালেকশন। তাঁর নকশার অনুপ্রেরণা ছিল পোস্টেজ স্ট্যাম্প ও হাতে লেখা চিঠি।
মেঘালয়ের ডিজাইনার ইবা মাল্লাই তাঁর ‘কিনিহো’ নামের কালেকশন দেখান এর পরেই। এতে ছিল আধুনিক নন্দনতত্ত্বের সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ।
পরিবেশবাদী আইনজীবী নওশীন খায়ের ফেয়ার ট্রেড ব্র্যান্ড অরণ্যের ব্যবস্থাপনা ও ক্রিয়েটিভ ডিরেক্টর। কমলা ও কালো রঙে প্রাকৃতিক ডাই প্রিন্ট ফুটিয়ে তুলতে তিনি নতুন শেড এবং কৌশল অবলম্বন করেছিলেন।
এরপর একে একে তরুণ ডিজাইনার ইমাম হাসান, তানহা শেখ, কুহু প্লামন্দন ও ভারতের রিমি নায়কও তাঁদের উপস্থাপনা প্রদর্শন করেন।
১৭ মার্চ একই সময়ে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় ও শেষ দিনের আয়োজন। প্রদর্শনীতে এপেক্সের পাদুকা এবং স্ট্রিক্স-এর হেয়ারস্টাইল দেখানো হয়। নিজেদের কালেকশন প্রদর্শন করেন মাহিন খান, শাহরুখ আমিন, পারমিতা ব্যানার্জি, লালথেলেনমাওয়াই চেনকুল, লিপি খন্দকার প্রমুখ।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে