রিদা মুনাম হক
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
ঈদের আগের দিন হাতে মেহেদি পরার চল বেশ পুরোনো। মেহেদির পাতা তুলে তা বেটে হাতে লাগানো হতো। পরে টিউব মেহেদি হাত রঙিন করার প্রক্রিয়া বেশ সহজ করে তোলে। এর ফলে হাতে আঁকা নকশার ধরন পাল্টে যায় ধীরে ধীরে। এখন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করলে বোহো স্টাইলে হাতে-পায়ে ‘হোয়াইট হেনা’ দিয়ে আঁকা নকশা চোখে পড়ে।
বোহিমিয়ান বা হিপ্পি নারীদের কাছে হোয়াইট হেনা দারুণ জনপ্রিয়। এটি মূলত একধরনের সাদা রং, যা মিকা পাউডার ও আঠালো রং দিয়ে তৈরি হয়।মেহেদিপাতা থেকে তৈরি রং যেমন ত্বকে কিছুদিনের জন্য স্থায়ী হয়, হোয়াইট হেনা তেমনটা নয়। তবে বোহো প্যাটার্নের হোয়াইট হেনা থেকে অনুপ্রেরণা নিয়ে এখন আমাদের দেশেও কোণ বা টিউব মেহেদি দিয়ে হাতে মেহেদির নকশা করছেন অনেকে; বিশেষ করে যাঁরা ট্রেন্ডি লুকে স্বচ্ছন্দবোধ করেন।
বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদির নকশা সাধারণত মিনিমাল হয়। সমসাময়িক ও প্রাচীন—দুই ধরনের মোটিফই থাকে তাতে। অর্নামেন্টাল, জ্যামিতিক, পদ্ম, ম্যান্ডেলা, লতা, বিন্দু, লেইস ইত্যাদি নজরে পড়ে বোহিমিয়ান স্টাইলে আঁকা মেহেদিতে।
বোহিমিয়ান নকশার মেহেদি পশ্চিমা বা দেশীয়—উভয় পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। এক হাতে বা দুই হাতেই করা যায় এসব নকশা। তবে এই নকশাগুলো হাতের ওপরের দিকেই ভালো লাগে। শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হাতের তালুতে বৃত্ত
এককথায় জঞ্জালমুক্ত মেহেদির নকশা এটি। একই সঙ্গে দেখতেও ভালো লাগে। হাতের তালুতে আঁকা বৃত্তের মাঝখানে ফুলের মোটিফ এবং বাইরে চারধারে পাতার নকশা। কবজিতে লাইনিং থাকতে পারে। সঙ্গে আঙুলে হালকা নকশা থাকে।
গয়নায় অনুপ্রেরণা
হাতে গয়না পরতে যাঁরা ভালোবাসেন, তাঁরা হাত পাঞ্জার আদলে হাতের ওপরের পিঠে মেহেদির নকশা করতে পারেন। অনেকে ব্রেসলেট, বাজু ও আংটির নকশাও করেন। মিনিমাল নকশার মধ্য়ে এগুলো একধরনের অভিজাত রুচিরও সন্নিবেশ ঘটায়।
ত্রিভুজাকৃতির নকশা
যাঁরা ডিসস্ট্রেসড জিনস ও ট্রেন্ডি টপস পরে ঘুরে বেড়াবেন ঈদের দিন, তাঁরা অনায়াসে হাতের ওপর পিঠে ত্রিভুজাকৃতির নকশা এঁকে নিতে পারেন। এ ধরনের নকশা আঁকাও সহজ, একই সঙ্গে ট্রেন্ডিও।
অন্যান্য
এখন লেইসের নকশায় অনেকে হাতে মেহেদি পরেন। সাধারণত হোয়াইট মেহেদি বা সাদা মেহেদিতে এ ধরনের নকশা প্রচলিত বহির্বিশ্বে। একটু তামাটে রঙা ত্বকে সাদা রঙের মেহেদিতে আঁকা লেইস নকশা বেশ জনপ্রিয়। হাতে ছাড়াও পায়ে এই নকশা করেন অনেকে। তবে মেহেদিপাতা থেকে তৈরি মেহেদি দিয়েও এই নকশা হাতে করলে ভালো লাগে দেখতে। হাতে ছাড়াও অনেকে ঘাড়ে, পায়ের গোড়ালির ওপরে, কোমরে, কাঁধে মেহেদি দিয়ে ট্যাটুর মতো নকশা আঁকেন। ইদানীং ট্রেন্ড সেটাররা এ ধরনের মেহেদি দিয়ে আঁকা ট্য়াটুর দিকেই ঝুঁকছেন।
মেকআপ ও মেহেদি: শোভন মেকওভার
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
২ দিন আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
২ দিন আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
২ দিন আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
২ দিন আগে