নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।
১৭ ঘণ্টা আগেঢাকার উপকণ্ঠে ধামরাই। শহরঘেঁষা হলেও এখানে আছে নয়নাভিরাম প্রকৃতি; বিশেষ করে ধামরাইয়ের কাজিয়ালকুণ্ড, আড়ালিয়া, মাখুলিয়া, কানারচর, মাধবপট্টিসহ আরও অনেক গ্রাম ছবির মতো সুন্দর।
১ দিন আগেবছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
১ দিন আগেজার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
১ দিন আগে