বাঘায় আন্তনগর ট্রেন থামানো দাবিতে মানববন্ধন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৭: ৪৯
আড়ানী রেল স্টেশনে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের মতামত

রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী রেল স্টেশনে আন্তনগর তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থামানো দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়ানী রেল স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর জামায়াতে আমির মনিরুল আযম জিঞ্জু, আড়ানী পৌর বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোন্তাক আহমেদ, সুজাত আহম্মেদ তুফান, প্রভাষক শফিকুল ইসলাম, স্টেশন বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম, খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নওশাদ আলী, শিক্ষক নজরুল ইসলাম, পৌর জামায়াতে সাধারণ সম্পাদক আবু আফজাল, পৌর ওয়ার্ডের সভাপতি আফাজ উদ্দিন, পৌর ছাত্র নেতা ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী থেকে সারা দেশে মোট ১৮টি ট্রেন চলাচল করে। বিভিন্ন সময়ে ট্রেন ক্রসিংয়ে তিতুমীর ও বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশনে থামিয়ে রাখা হয়। ট্রেন দুটির ট্রপিজ না থাকায় যাত্রীরা বিনা টিকিটে চলাচল করে। তাতে সরকার রাজস্ব হারাচ্ছে। ট্রেন দুটির ট্রপিজ দিলে (বাঘা, পুঠিয়া, বাগাতিপাড়া, চারঘাট লালপুর) এলাকার ৫ উপজেলার জনসাধারণ উপকৃত হবে। সরকারের রাজস্ব বাড়ব। ইতিমধ্যে ট্রেন থামানোর দাবিতে এলাকার ব্যবসায়ী ও জনসাধারণের গণস্বাক্ষরসহ পাকশী ডিআর এম ও রাজশাহী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে আবেদন করা হয়েছে। তাঁরা দাবিটি বিবেচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। তার পরেও এলাকায় জনসাধারণ মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত