লাইফস্টাইল ডেস্ক
প্রতিবছর বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে:
প্রসাধনী
বিয়েতে ব্যবহৃত জিনিসপত্র এবং আমদানি করা প্রসাধন পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এর আগে আমদানি করা প্রসাধনীতে শুল্ক ছিল ৩ শতাংশ।
বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তাই আমদানি করা সাবান, অরগানিক সারফেস-অ্যাকটিভ এজেন্ট, বার কেক, বিভিন্ন সাবান তৈরির উপাদান, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, তরল সাবান ও ক্রিম এবং বিয়ের জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফ্যাশন অনুষঙ্গ
সানগ্লাসের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত সানগ্লাসে মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
লাইফস্টাইল পণ্য
সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালিসামগ্রী, হাইজেনিক, টয়লেটসামগ্রীসহ সে রকম যেকোনো পণ্যের (টিফিন বক্স ও পানির বোতল ছাড়া) মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবছর বাজেটের পর অনেক পণ্যের দাম বাড়ে। এবার যেসব পণ্যের দাম বাড়তে পারে:
প্রসাধনী
বিয়েতে ব্যবহৃত জিনিসপত্র এবং আমদানি করা প্রসাধন পণ্যের ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এর আগে আমদানি করা প্রসাধনীতে শুল্ক ছিল ৩ শতাংশ।
বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তাই আমদানি করা সাবান, অরগানিক সারফেস-অ্যাকটিভ এজেন্ট, বার কেক, বিভিন্ন সাবান তৈরির উপাদান, ওয়াশিং ক্রিম, ডিটারজেন্ট, তরল সাবান ও ক্রিম এবং বিয়ের জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ফ্যাশন অনুষঙ্গ
সানগ্লাসের ওপর মূল্য সংযোজন কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্লাস্টিক ও মেটাল ফ্রেমযুক্ত সানগ্লাসে মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
লাইফস্টাইল পণ্য
সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালিসামগ্রী, হাইজেনিক, টয়লেটসামগ্রীসহ সে রকম যেকোনো পণ্যের (টিফিন বক্স ও পানির বোতল ছাড়া) মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
২ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
২ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
২ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
২ দিন আগে