ফিচার ডেস্ক
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
২ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
২ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
২ দিন আগে