শোভন সাহা
প্রশ্ন: ত্বকের ময়লা কাটাতে ও কালচে ভাব দূর করতে কী কী ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে? আমার ত্বক একটু শুষ্ক ধাঁচের। কোন ধরনের সাবান ব্যবহার করলে ত্বক ভালো থাকবে?
সুস্মিতা হক, ঢাকা
শুষ্ক ত্বকে সাবানের পরিবর্তে ময়েশ্চারাইজারযুক্ত বডি ও ফেইস ক্লিনজার ব্যবহার করুন। টক দই, ডালের বেসন, মধু ও কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত লাগান। সানব্লক ব্যবহার করাও জরুরি।
প্রশ্ন: আমার বয়স ১৬ বছর। ত্বক তৈলাক্ত। মুখে পন্ডস পাউডার ও স্নো ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মুখে ব্রণ ও ব্রণের কালো দাগ আছে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
রেহানা পারভীন, নারায়ণগঞ্জ
আপনার ব্যবহার করা কসমেটিকস মাসখানেক বন্ধ করে দেখুন উপকার হচ্ছে কি না। পাউডার ব্যবহার করলে রাতে ফেইসওয়াশ ব্যবহারের আগে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করে তারপর ঘুমাতে যাবেন। বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনে সার্ভিসটি নিলে ভালো উপকার পাবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: ত্বকের ময়লা কাটাতে ও কালচে ভাব দূর করতে কী কী ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে? আমার ত্বক একটু শুষ্ক ধাঁচের। কোন ধরনের সাবান ব্যবহার করলে ত্বক ভালো থাকবে?
সুস্মিতা হক, ঢাকা
শুষ্ক ত্বকে সাবানের পরিবর্তে ময়েশ্চারাইজারযুক্ত বডি ও ফেইস ক্লিনজার ব্যবহার করুন। টক দই, ডালের বেসন, মধু ও কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত লাগান। সানব্লক ব্যবহার করাও জরুরি।
প্রশ্ন: আমার বয়স ১৬ বছর। ত্বক তৈলাক্ত। মুখে পন্ডস পাউডার ও স্নো ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মুখে ব্রণ ও ব্রণের কালো দাগ আছে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
রেহানা পারভীন, নারায়ণগঞ্জ
আপনার ব্যবহার করা কসমেটিকস মাসখানেক বন্ধ করে দেখুন উপকার হচ্ছে কি না। পাউডার ব্যবহার করলে রাতে ফেইসওয়াশ ব্যবহারের আগে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করে তারপর ঘুমাতে যাবেন। বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনে সার্ভিসটি নিলে ভালো উপকার পাবেন।
প্রশ্ন: ত্বক টান টান রাখতে কী ব্যবহার করলে উপকার পাওয়া যাবে?
রুমানা রশিদ, মাদারীপুর
বয়স ৩০ পার হলে নিয়মিত অ্যান্টিএজিং ট্রিটমেন্ট বা ফেসিয়াল করানো উচিত। সঙ্গে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করতে হবে। কসমেটোলজিস্টদের সঙ্গে পরামর্শ করে কোলাজেন সাপ্লিমেন্ট খেতে পারেন। অ্যান্টিএজিং ডায়েট প্ল্যানও মেনে চলতে পারেন।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে