আমরা প্রতিদিন যেসব শ্যাম্পু, ক্লিনজার ও বডি ওয়াশ ব্যবহার করি, এগুলোর প্রধান উপকরণ হলো সোডিয়াম লরেল সালফেট। এই উপকরণ ভালোভাবে পরিষ্কার না করলে ত্বক বা চুলের ক্ষতি হতে পারে। এ ছাড়া আমাদের ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে প্যারাবিন থাকে। ত্বকের ক্ষতি করতে পারে এই উপাদান। এখন বেশির ভাগ প্রতিষ্ঠান দাবি করে, তাদের প্রসাধনীতে প্যারাবিন থাকে না। তাই প্রসাধনী কেনার সময় প্যাকেট বা বোতলের গায়ে এসব উপকরণের নাম ভালো করে দেখে নিতে হবে। সিলিকনের প্রভাবে বিভিন্ন ময়শ্চারাইজার ও সেরাম ত্বক মসৃণ করে তোলে। সাময়িক উজ্জ্বলতা দিলেও পরে এই উপাদান আমাদের ত্বক শুষ্ক ও পানিশূন্য করে ফেলে। তাই এড়িয়ে চলতে হবে সিলিকনও। রাসায়নিক উপাদান এড়িয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন ভেষজ বিশেষজ্ঞ এবং আমলকীর প্রধান নির্বাহী নন্দিতা শারমিন।
ত্বকের যত্নে
চুলের যত্নে
সাময়িক উজ্জ্বলতা দিলেও পরে রাসায়নিক উপাদানসমৃদ্ধ পণ্য ত্বক শুষ্ক ও পানিশূন্য করে ফেলে। তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। এটি ত্বক ও পরিবেশ–দুটোর জন্যই মঙ্গলজনক।
আমরা প্রতিদিন যেসব শ্যাম্পু, ক্লিনজার ও বডি ওয়াশ ব্যবহার করি, এগুলোর প্রধান উপকরণ হলো সোডিয়াম লরেল সালফেট। এই উপকরণ ভালোভাবে পরিষ্কার না করলে ত্বক বা চুলের ক্ষতি হতে পারে। এ ছাড়া আমাদের ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে প্যারাবিন থাকে। ত্বকের ক্ষতি করতে পারে এই উপাদান। এখন বেশির ভাগ প্রতিষ্ঠান দাবি করে, তাদের প্রসাধনীতে প্যারাবিন থাকে না। তাই প্রসাধনী কেনার সময় প্যাকেট বা বোতলের গায়ে এসব উপকরণের নাম ভালো করে দেখে নিতে হবে। সিলিকনের প্রভাবে বিভিন্ন ময়শ্চারাইজার ও সেরাম ত্বক মসৃণ করে তোলে। সাময়িক উজ্জ্বলতা দিলেও পরে এই উপাদান আমাদের ত্বক শুষ্ক ও পানিশূন্য করে ফেলে। তাই এড়িয়ে চলতে হবে সিলিকনও। রাসায়নিক উপাদান এড়িয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন ভেষজ বিশেষজ্ঞ এবং আমলকীর প্রধান নির্বাহী নন্দিতা শারমিন।
ত্বকের যত্নে
চুলের যত্নে
সাময়িক উজ্জ্বলতা দিলেও পরে রাসায়নিক উপাদানসমৃদ্ধ পণ্য ত্বক শুষ্ক ও পানিশূন্য করে ফেলে। তাই ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। এটি ত্বক ও পরিবেশ–দুটোর জন্যই মঙ্গলজনক।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে