নাহিন আশরাফ
গরমে নাজেহাল পরিস্থিতি! বাইরে তীব্র দাবদাহ থাকলেও প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ঘর থেকে বেরোতে হয়। বাইরের রোদ ও ভ্যাপসা গরমের প্রভাব পড়ে ত্বকে। এ জন্য কখনো ত্বক দেখায় মলিন, আবার কখনো তাতে পড়ে কালো ছোপ। ব্যস্ততার জন্য ঘরোয়া উপায়ে এখন অনেকে নিজের ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায় না বলে শেষ ভরসা হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সৌন্দর্যপণ্য ব্যবহার করে।
তবে তীব্র গরমে সৌন্দর্যপণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক পণ্য বেছে না নিলে ত্বকের উপকার হওয়ার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। কেমন হওয়া উচিত গরমের আদর্শ সৌন্দর্যপণ্য, সে বিষয়ে কথা হয় শোভন মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহার সঙ্গে।
শোভন সাহা জানান, নিয়মিত ও ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার পরও অনেকের ত্বক সুস্থ থাকে না। এর প্রধান কারণ ত্বক অনুযায়ী সঠিক পণ্য বেছে না নেওয়া। ঋতু পরিবর্তন হলে গাছে যেমন নতুন পাতা জন্মায়, ঠিক তেমনি ত্বকও তাদের ধরন বদলে ফেলে। তাই ঋতুবদলের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করা পণ্যও বদলে ফেলা জরুরি। কিন্তু অনেকে সারা বছর ধরে একই পণ্য ব্যবহার করে। গরমে সঠিক পণ্য ব্যবহার না করলে বলিরেখা, সানবার্ন, ব্রণসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকে গরমে ময়শ্চারাইজার এড়িয়ে যায়। কিন্তু যেকোনো আবহাওয়াতেই এখন ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ হয়। কারণ, গরমে শুধু যে ত্বক তেল চিটচিটে হয় তা নয়, অনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এর কারণ, আবহাওয়ার আর্দ্রতা ও শরীর ভেতর থেকে হাইড্রেটেড না থাকা।
নিয়মিত ও ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার পরও অনেকের ত্বক সুস্থ থাকে না। এর প্রধান কারণ ত্বক অনুযায়ী সঠিক পণ্য বেছে না নেওয়া।
তবে গরমে ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে ক্রিমটি জেল-বেইজড কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত গরমে অয়েল-বেইজড ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও তৈলাক্ত হয়ে যাবে। গরমে ত্বক ভালো রাখতে একে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই বলে জানান শোভন সাহা। সে ক্ষেত্রে বেছে নিতে হবে সঠিক ক্লিনজার। এটি ত্বকের গভীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তাই গরমে ব্যবহার করতে হবে জেল-বেইজড ক্লিনজার। এ ধরনের ক্লিনজার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
ত্বকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে টোনার। এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। গরমে ভিটামিন সি-যুক্ত টোনার বেছে নেওয়া উচিত। এটি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, তা অয়েল ফ্রি কি না। অ্যালকোহল আছে এমন টোনার ব্যবহার করা উচিত নয়। গরমেও যেহেতু অনেকের ত্বক রুক্ষ থাকে, সে ক্ষেত্রে বেছে নিতে হবে হাইড্রেটিং টোনার।
শোভন সাহা বলেন, ‘ত্বকের যত্ন বলতে আমরা শুধু মুখের ত্বকের ওপর বেশি মনোযোগ দিয়ে থাকি। কিন্তু গরমের প্রভাব আমাদের শরীর ও মাথার ত্বকের ওপরও পড়ে। গরমে তরতাজা থাকার জন্য প্রতিদিন ভালো করে স্নান করতে হবে। এ সময় ক্ষারজাতীয় সাবান এড়িয়ে যেতে হবে। সে ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বডিওয়াশ। গরমে অনেক ঘাম হয়। বডিওয়াশ খুব সহজে শরীরের তেল নিয়ন্ত্রণ ও ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। বডিওয়াশে ক্ষারের পরিমাণ কম থাকে। মাথার ত্বক ভালো রাখার জন্য সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে। গরমে অনেকের মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে অয়েল ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। ডিটারজেন্ট আছে এমন শ্যাম্পু ব্যবহার করা যাবে না। গরমে অনেকে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করে থাকে। ফলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে তিন দিনের বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।’
গরমে যেকোনো পণ্য ব্যবহারের আগে তাতে কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, তা দেখে নিতে হবে। যেকোনো পণ্য যাতে হালকা গড়নের হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। যদি কোনো কিছু ত্বকে ব্যবহারের পর অনুভব হয় যে ভারী কিছু ব্যবহার করা হয়েছে কিংবা বাড়তি কিছু দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে পণ্যটি সঠিক নয়। এককথায় গরমে রিফ্রেশিং অনুভূতি দেবে—এমন পণ্যই আদর্শ সৌন্দর্যপণ্য।
গরমে নাজেহাল পরিস্থিতি! বাইরে তীব্র দাবদাহ থাকলেও প্রতিদিন আমাদের বিভিন্ন কাজে ঘর থেকে বেরোতে হয়। বাইরের রোদ ও ভ্যাপসা গরমের প্রভাব পড়ে ত্বকে। এ জন্য কখনো ত্বক দেখায় মলিন, আবার কখনো তাতে পড়ে কালো ছোপ। ব্যস্ততার জন্য ঘরোয়া উপায়ে এখন অনেকে নিজের ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায় না বলে শেষ ভরসা হিসেবে বিভিন্ন ব্র্যান্ডের সৌন্দর্যপণ্য ব্যবহার করে।
তবে তীব্র গরমে সৌন্দর্যপণ্য বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি। সঠিক পণ্য বেছে না নিলে ত্বকের উপকার হওয়ার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। কেমন হওয়া উচিত গরমের আদর্শ সৌন্দর্যপণ্য, সে বিষয়ে কথা হয় শোভন মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহার সঙ্গে।
শোভন সাহা জানান, নিয়মিত ও ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার পরও অনেকের ত্বক সুস্থ থাকে না। এর প্রধান কারণ ত্বক অনুযায়ী সঠিক পণ্য বেছে না নেওয়া। ঋতু পরিবর্তন হলে গাছে যেমন নতুন পাতা জন্মায়, ঠিক তেমনি ত্বকও তাদের ধরন বদলে ফেলে। তাই ঋতুবদলের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করা পণ্যও বদলে ফেলা জরুরি। কিন্তু অনেকে সারা বছর ধরে একই পণ্য ব্যবহার করে। গরমে সঠিক পণ্য ব্যবহার না করলে বলিরেখা, সানবার্ন, ব্রণসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেকে গরমে ময়শ্চারাইজার এড়িয়ে যায়। কিন্তু যেকোনো আবহাওয়াতেই এখন ময়শ্চারাইজার ব্যবহার করার পরামর্শ হয়। কারণ, গরমে শুধু যে ত্বক তেল চিটচিটে হয় তা নয়, অনেকের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। এর কারণ, আবহাওয়ার আর্দ্রতা ও শরীর ভেতর থেকে হাইড্রেটেড না থাকা।
নিয়মিত ও ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করার পরও অনেকের ত্বক সুস্থ থাকে না। এর প্রধান কারণ ত্বক অনুযায়ী সঠিক পণ্য বেছে না নেওয়া।
তবে গরমে ময়শ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে ক্রিমটি জেল-বেইজড কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। অতিরিক্ত গরমে অয়েল-বেইজড ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও তৈলাক্ত হয়ে যাবে। গরমে ত্বক ভালো রাখতে একে পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই বলে জানান শোভন সাহা। সে ক্ষেত্রে বেছে নিতে হবে সঠিক ক্লিনজার। এটি ত্বকের গভীরের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। তাই গরমে ব্যবহার করতে হবে জেল-বেইজড ক্লিনজার। এ ধরনের ক্লিনজার ত্বকের বাড়তি তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।
ত্বকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে টোনার। এটি ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে। গরমে ভিটামিন সি-যুক্ত টোনার বেছে নেওয়া উচিত। এটি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে, তা অয়েল ফ্রি কি না। অ্যালকোহল আছে এমন টোনার ব্যবহার করা উচিত নয়। গরমেও যেহেতু অনেকের ত্বক রুক্ষ থাকে, সে ক্ষেত্রে বেছে নিতে হবে হাইড্রেটিং টোনার।
শোভন সাহা বলেন, ‘ত্বকের যত্ন বলতে আমরা শুধু মুখের ত্বকের ওপর বেশি মনোযোগ দিয়ে থাকি। কিন্তু গরমের প্রভাব আমাদের শরীর ও মাথার ত্বকের ওপরও পড়ে। গরমে তরতাজা থাকার জন্য প্রতিদিন ভালো করে স্নান করতে হবে। এ সময় ক্ষারজাতীয় সাবান এড়িয়ে যেতে হবে। সে ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বডিওয়াশ। গরমে অনেক ঘাম হয়। বডিওয়াশ খুব সহজে শরীরের তেল নিয়ন্ত্রণ ও ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। বডিওয়াশে ক্ষারের পরিমাণ কম থাকে। মাথার ত্বক ভালো রাখার জন্য সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে। গরমে অনেকের মাথার ত্বক তৈলাক্ত হয়ে যায়। সে ক্ষেত্রে অয়েল ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। ডিটারজেন্ট আছে এমন শ্যাম্পু ব্যবহার করা যাবে না। গরমে অনেকে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করে থাকে। ফলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে তিন দিনের বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো।’
গরমে যেকোনো পণ্য ব্যবহারের আগে তাতে কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, তা দেখে নিতে হবে। যেকোনো পণ্য যাতে হালকা গড়নের হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। যদি কোনো কিছু ত্বকে ব্যবহারের পর অনুভব হয় যে ভারী কিছু ব্যবহার করা হয়েছে কিংবা বাড়তি কিছু দেওয়া হয়েছে, তাহলে বুঝতে হবে পণ্যটি সঠিক নয়। এককথায় গরমে রিফ্রেশিং অনুভূতি দেবে—এমন পণ্যই আদর্শ সৌন্দর্যপণ্য।
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১৬ ঘণ্টা আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১৬ ঘণ্টা আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১৬ ঘণ্টা আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১৬ ঘণ্টা আগে