শারমিন কচি
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
প্রশ্ন: ডিসেম্বর মাসে আমার বিয়ে। আরও এক মাস সময় আছে। ত্বক অনেকটাই শুষ্ক ধরনের। বিয়ের আগে ত্বক উজ্জ্বল করতে কী করতে পারি? একটা কমপ্লিট রুটিন পেলে ভালো হতো।
মেঘনা সরকার, ঢাকা
এ ক্ষেত্রে যাঁরা বাড়িতে যত্ন নেওয়ার সময় পান না বা চাকরি করেন, তাঁরা ভালো কোনো স্যালন বা পারলারে গিয়ে প্রি-ব্রাইডাল প্যাকেজ নিতে পারেন। পারলারগুলোয় এখন বিভিন্ন ধরনের প্রি ও পোস্ট ব্রাইডাল প্যাকেজ থাকে। এর বাইরে ঘরে বসে যত্ন নিতে পারেন। এখন বড় বড় দোকানে ডিপ ক্লিনজার কিনতে পাওয়া যায়। সেগুলো দিয়ে সপ্তাহে একবার ত্বক ডিপ ক্লিন ও স্ক্রাব করে একটা ভালো প্যাক লাগিয়ে নিতে পারেন। এ ছাড়া ত্বকে নিয়মিত উপটান ব্যবহার করতে পারেন। ত্বকে অ্যালার্জি থাকলে হলুদ ছাড়া উপটান মেখে নিতে পারেন।
প্রশ্ন: শীত আসার আগেই আমার কনুই ও গোড়ালিতে সাদা স্তর পড়ে। গোসলের সময় পামিস স্টোন ও ব্রাশ দিয়ে ঘষলেও এই সাদাটে ভাব রয়ে যায়। সমস্যা সমাধানের জন্য কী করতে পারি?
রিভু ফারহানা, পিরোজপুর
এটা ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। এ জন্য অলিভ অয়েলের সঙ্গে গোলাপজল বা সাধারণ পানি মিশিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। পাশাপাশি ডিপ ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করতে হবে।
প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ছোট ছোট র্যাশ বের হয়। এই র্যাশগুলো পরে কালো হয়ে যায়। এই কালচে দাগ সরে না, থেকেই যায়। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
থ্রেড অ্যালার্জি রয়েছে আপনার। এ জন্য এখন থেকে পারলারে গেলে বলতে হবে, যাতে থ্রেডিংয়ের সময় পাউডার ব্যবহার না করে এবং ত্বক পানি দিয়ে ভিজিয়ে তারপর সুতো দিয়ে থ্রেড করে। থ্রেডিং শেষে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। এ ছাড়া পেভিসন অয়েনমেন্টও ভালো কাজ করে। থ্রেডিংয়ের পর বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করে ওই জায়গায় এই অয়েনমেন্ট ব্যবহারেও উপকার পাওয়া যায়।
পরামর্শ: রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে