সানজিদা সামরিন, ঢাকা
আসবাবের জন্য কাঠ আদি উপকরণ। বিভিন্ন কারণে কাঠের আসবাব প্রায় সব বাড়িতেই প্রাধান্য পায়। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নিতে পারলে কাঠের আসবাব ভালো রাখা যায় না।
নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন
কাঠের সোফা, টেবিল, আলমারি রোজ মোছা উচিত। ধুলার পরত পড়ে গেলে এসব আসবাবের উপরিভাগ উজ্জ্বলতা হারায়। তাই রোজ একবার শুকনো ও নরম সুতি কাপড় দিয়ে কাঠের আসবাব মুছে নিন। এতে করে আসবাবে আঁচড় পড়বে না। আর উজ্জ্বলতাও থাকবে অনেক দিন।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে রাখুন
কাঠের আসবাবের যে অংশে অতিরিক্ত সূর্যের আলো এসে পড়ে, সেই অংশ অন্যান্য অংশের তুলনায় ফ্যাকাশে হয়ে যায়। তাই কাঠের আসবাব এমন স্থানে বসান, যেখানে সূর্যের আলো সরাসরি এসে না পড়ে। যদি সোফা জানালা বরাবর রাখতে হয় আর সেখানে যদি সরাসরি সূর্যের আলো পড়ে, তাহলে কভার দিয়ে সোফা ঢেকে রাখুন।
সময়মতো বার্নিশ করুন
বার্নিশ করা মানে কাঠের আসবাবের ওপর একটা সুরক্ষা আবরণ দেওয়া। তা ছাড়া, আসবাবে বার্নিশ করলে নতুনত্বও বজায় থাকে। পাশাপাশি পোকামাকড়ও থাকে দূরে।
কুসুম গরম পানিতে পরিষ্কার করুন
কাঠের আসবাব অনেক বেশি ময়লা হলে বা দাগ পড়লে কুসুম গরম পানি ও কোমল সাবান দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করা উচিত। ময়লা সম্পূর্ণ উঠে গেলে শুকনো নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আর্দ্রতা না থাকে।
আসবাবের জন্য কাঠ আদি উপকরণ। বিভিন্ন কারণে কাঠের আসবাব প্রায় সব বাড়িতেই প্রাধান্য পায়। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নিতে পারলে কাঠের আসবাব ভালো রাখা যায় না।
নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন
কাঠের সোফা, টেবিল, আলমারি রোজ মোছা উচিত। ধুলার পরত পড়ে গেলে এসব আসবাবের উপরিভাগ উজ্জ্বলতা হারায়। তাই রোজ একবার শুকনো ও নরম সুতি কাপড় দিয়ে কাঠের আসবাব মুছে নিন। এতে করে আসবাবে আঁচড় পড়বে না। আর উজ্জ্বলতাও থাকবে অনেক দিন।
অতিরিক্ত সূর্যরশ্মি থেকে দূরে রাখুন
কাঠের আসবাবের যে অংশে অতিরিক্ত সূর্যের আলো এসে পড়ে, সেই অংশ অন্যান্য অংশের তুলনায় ফ্যাকাশে হয়ে যায়। তাই কাঠের আসবাব এমন স্থানে বসান, যেখানে সূর্যের আলো সরাসরি এসে না পড়ে। যদি সোফা জানালা বরাবর রাখতে হয় আর সেখানে যদি সরাসরি সূর্যের আলো পড়ে, তাহলে কভার দিয়ে সোফা ঢেকে রাখুন।
সময়মতো বার্নিশ করুন
বার্নিশ করা মানে কাঠের আসবাবের ওপর একটা সুরক্ষা আবরণ দেওয়া। তা ছাড়া, আসবাবে বার্নিশ করলে নতুনত্বও বজায় থাকে। পাশাপাশি পোকামাকড়ও থাকে দূরে।
কুসুম গরম পানিতে পরিষ্কার করুন
কাঠের আসবাব অনেক বেশি ময়লা হলে বা দাগ পড়লে কুসুম গরম পানি ও কোমল সাবান দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করা উচিত। ময়লা সম্পূর্ণ উঠে গেলে শুকনো নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে আর্দ্রতা না থাকে।
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৪ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৪ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৪ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৪ দিন আগে