শোভন সাহা
প্রশ্ন: চুল এক দিন শ্যাম্পু না করলেই কেমন যেন তেল চিটচিট করে আর গন্ধ হয়ে যায়। আগে প্রতিদিন শ্যাম্পু করতাম। কিন্তু এতে অনেক চুল পড়ে। কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: কসমেটোলজিস্টের পরামর্শমতো শ্যাম্পু ব্যবহার করে দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শ্যাম্পু রোজ ব্যবহার করলে চুল পড়ে যায়—এ ধারণা সঠিক নয়।
প্রশ্ন: শিট মাস্ক কি আসলেই কার্যকর? শুষ্ক ত্বকের জন্য কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা উচিত? প্রিসিলা গোমেজ, দিনাজপুরকার্যকর। হাইড্রেটিং শিট মাস্ক বা শিট মাস্ক ফর ড্রাই স্কিন ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
উত্তর: আমার পায়ে হিলক্র্যাক আছে। ওই অংশের চামড়া ক্রমশই মোটা হয়ে যাচ্ছে। ইদানীং বাড়িতে সপ্তাহে একবার পেডিকিউর করছি, কিন্তু পুরোপুরি মরা চামড়া উঠছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি এই সমস্যা হয়? আগে এটি ছিল না। মাসুদুল হক, চাঁদপুর
বাড়িতে অনেক সময় পুরোপুরি যত্ন নেওয়া সম্ভব হয় না। ভালো মানের পারলারে গিয়ে পেডিকিউর করান মাসে অন্তত দুবার। ভালো মানের ফুট ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই বাসার ভেতরও স্যান্ডেল বা কমফোর্ট সুজ পরে থাকতে হবে।
শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
প্রশ্ন: চুল এক দিন শ্যাম্পু না করলেই কেমন যেন তেল চিটচিট করে আর গন্ধ হয়ে যায়। আগে প্রতিদিন শ্যাম্পু করতাম। কিন্তু এতে অনেক চুল পড়ে। কী করতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: কসমেটোলজিস্টের পরামর্শমতো শ্যাম্পু ব্যবহার করে দেখুন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু শ্যাম্পু রোজ ব্যবহার করলে চুল পড়ে যায়—এ ধারণা সঠিক নয়।
প্রশ্ন: শিট মাস্ক কি আসলেই কার্যকর? শুষ্ক ত্বকের জন্য কোন ধরনের শিট মাস্ক ব্যবহার করা উচিত? প্রিসিলা গোমেজ, দিনাজপুরকার্যকর। হাইড্রেটিং শিট মাস্ক বা শিট মাস্ক ফর ড্রাই স্কিন ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
উত্তর: আমার পায়ে হিলক্র্যাক আছে। ওই অংশের চামড়া ক্রমশই মোটা হয়ে যাচ্ছে। ইদানীং বাড়িতে সপ্তাহে একবার পেডিকিউর করছি, কিন্তু পুরোপুরি মরা চামড়া উঠছে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি এই সমস্যা হয়? আগে এটি ছিল না। মাসুদুল হক, চাঁদপুর
বাড়িতে অনেক সময় পুরোপুরি যত্ন নেওয়া সম্ভব হয় না। ভালো মানের পারলারে গিয়ে পেডিকিউর করান মাসে অন্তত দুবার। ভালো মানের ফুট ক্রিম ব্যবহার করতে হবে আর অবশ্যই বাসার ভেতরও স্যান্ডেল বা কমফোর্ট সুজ পরে থাকতে হবে।
শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
২ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
২ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
২ দিন আগে