মেহরাব মাসাঈদ হাবিব
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
ঢাকা শহর তো বটেই, ঢাকার বাইরের শহরগুলোতেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে স্কুটার। অনেকটা মোটরসাইকেলের মতো হলেও ডিজাইনের দিক থেকে কিছুটা ব্যতিক্রম। স্কুটারের একটি আদুরে নাম আছে, তা হলো ‘স্কুটি’। নারী–পুরুষ সবাই পছন্দ করলেও বিশেষত নারীদের পছন্দের তালিকায় এটি এক নম্বরে। আজ থেকে প্রায় ৬৮ বছর আগে, ১৯৫৩ সালে ‘রোমান হলিডে’ নামের একটি হলিউডের ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ও মার্কিন অভিনেতা গ্রেগরি পেক ‘ভেসপা’ নামের স্কুটারে দাপিয়ে বেড়িয়েছিলেন রোমের রাস্তা। সেই থেকে স্কুটার বা হালের স্কুটি নারী–পুরুষের মন কেড়েছে। সময় অনেক বদলেছে। পরিবর্তন হয়েছে স্কুটারে। কিন্তু কেন এটি জনপ্রিয়, সেটা একটা প্রশ্নই বটে।
জ্বালানি সাশ্রয়ী
স্কুটার জ্বালানি সাশ্রয়ী একটি বাহন। ইঞ্জিনের ক্ষমতার ওপর নির্ভর করে স্কুটারের জ্বালানি খরচ। সাধারণত ৫০ সিসি ইঞ্জিনের একটি স্কুটার প্রতি গ্যালনে প্রায় ১০০ মাইল চলে।
দামে সস্তা
গাড়ি বা মোটরসাইকেলের চেয়ে অনেক কম দামে পাওয়া যায় স্কুটার। সেটা নতুন আর সেকেন্ড হ্যান্ড, যা–ই হোক না কেন।
পরিবেশবান্ধব
স্কুটার জনপ্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, এটি পরিবেশবান্ধব বাহন। অন্যান্য বাহনের চেয়ে প্রায় ৭২ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড নির্গত হয় স্কুটার থেকে। অন্যান্য যানবাহনের চেয়ে জ্বালানিও অনেক কম ব্যবহৃত হয়।
কম বয়স থেকেই চালানোর অনুমতি
কিছু কিছু দেশে ১৬ বছর বয়স হলেই স্কুটার চালানোর অনুমতি ও লাইসেন্স মেলে। আর ১৬ বছর বয়সে কে না চায় একটু উড়ে বেড়াতে? তখন যদি হাতে আসে স্কুটি, আর পায় কে!
কম ক্ষমতার ইঞ্জিন
স্কুটার মোটরসাইকেলের তুলনায় কম ক্ষমতাসম্পন্ন। এটি একজন নতুন চালকের জন্য সুবিধাজনক। সাধারণত মোটরসাইকেলের ইঞ্জিনগুলো ১৫০ থেকে ২০০০ সিসি পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে ক্ষমতা আরও বেশিও হয়। অথচ স্কুটারের ইঞ্জিন ৫০ থেকে ৩০০ সিসির মধ্যে হয়ে থাকে।
নিয়ন্ত্রণ করা সহজ
নতুন চালকদের জন্য স্কুটার সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি বাহন। এটি সহজে নিয়ন্ত্রণ হারায় না। এ ছাড়া স্কুটার হালকা হওয়ার কারণে রাস্তাঘাটে চালানোও বেশ সহজ।
রাস্তায় চালানো সহজ
অন্যান্য যানবাহনের তুলনায় স্কুটার আকারে ছোট হওয়ায় রাস্তায় অল্প জায়গা নিয়ে চলতে পারে। এর ফলে এটি চালানো সহজ।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কুল
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।
১৭ ঘণ্টা আগেঢাকার উপকণ্ঠে ধামরাই। শহরঘেঁষা হলেও এখানে আছে নয়নাভিরাম প্রকৃতি; বিশেষ করে ধামরাইয়ের কাজিয়ালকুণ্ড, আড়ালিয়া, মাখুলিয়া, কানারচর, মাধবপট্টিসহ আরও অনেক গ্রাম ছবির মতো সুন্দর।
১ দিন আগেবছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
১ দিন আগেজার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
১ দিন আগে