ফিচার ডেস্ক
ত্বকযত্নের রুটিন শুধু ২০ বছর বয়সের ওপরের নারীদের জন্য নয়। কিশোরীদেরও অনুসরণ করা জরুরি। বয়ঃসন্ধিকালে উল্লেখযোগ্যভাবে নারীদের হরমোনগত পরিবর্তন হয়, যা ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। এ বয়সে কিশোরীদের ত্বকের বিভিন্ন সমস্যা মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ক্ষতি প্রতিরোধ করতে হয়। ফলে কিশোরীদের ত্বকের যত্নে এমন উপাদান দিয়ে তৈরি পণ্য ব্যবহার হবে, যেগুলো তাদের ত্বকের ক্ষতি করবে না।
যে উপাদানসমৃদ্ধ পণ্য এড়িয়ে চলবেন
কৃত্রিম সুগন্ধি
কৃত্রিম সুগন্ধি বা ফ্র্যাসরেন্স প্রায়ই ময়শ্চারাইজার বা ক্লিনজারে যোগ করা হয়। কৃত্রিম সুগন্ধিযুক্ত সৌন্দর্য প্রদানকারী উপাদানগুলো যোগাযোগজনিত অ্যালার্জির অন্যতম কারণ। এগুলো কিশোরীদের সংবেদনশীল ত্বকে অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি করতে পারে।
প্যারাবেন
প্যারাবেন সাধারণত ক্রিম এবং মেকআপে সংরক্ষণকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে থাকা উপস্থিত এন্ডোক্রাইন-বিঘ্নকারী রাসায়নিক থাইরয়েডের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি মেয়েদের শরীরে হরমোনগত সমস্যা তৈরি করতে পারে। তাই কিশোরীদের ত্বকের যত্নে প্যারাবেন দিয়ে তৈরি পণ্য এড়িয়ে চলা ভালো।
সালফেট
ক্লিনজারে পরিষ্কারক এবং ফোমিং বৈশিষ্ট্যের জন্য সালফেট ব্যবহার করা হয়। সালফেটে সমৃদ্ধ ক্লিনজার ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিকভাবে তেল উৎপন্ন বন্ধ এবং ত্বক শুষ্ক হয়ে জ্বালা করতে পারে।
রেটিনয়েড
রেটিনয়েডের বলিরেখা দূর করার বৈশিষ্ট্য আছে, যা ত্বকের উপরিভাগের প্রতিরক্ষামূলক কার্যকারিতা বাড়ায় এবং কোলাজেনের ক্ষয় প্রতিরোধ করে। তরুণ বা যুবকদের ত্বকের জন্য অ্যান্টি-এজিং উপাদানসমৃদ্ধ ত্বকযত্নের পণ্য দরকার। তাঁদের ত্বকের জন্য রেটিনয়েড ভালো। কিন্তু এর ব্যবহারে কিশোরীদের ত্বক ছিলে যেতে পারে। এটি সূর্যের প্রতি কিশোরী ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে।
হাইড্রোকুইনোন
হাইড্রোকুইনোন ত্বকের রং পরিবর্তন প্রতিরোধে সাহায্য করে। ক্রিমজাতীয় পণ্যে এটি ত্বক উজ্জ্বলকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কিছুটা বয়স্ক ত্বকের জন্য কার্যকরী হলেও ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া ত্বকের যত্নে হাইড্রোকুইনোনে যুক্ত পণ্য কিশোরীদের ব্যবহার করা উচিত নয়।
গ্লাইকোলিক অ্যাসিড
গ্লাইকোলিক অ্যাসিড ব্রণ, ত্বকের রং পরিবর্তন এবং বার্ধক্যের লক্ষণ দূর করার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই আলফা-হাইড্রোক্সি অ্যাসিড ত্বকের মৃতকোষ সরিয়ে উজ্জ্বল করে। এ উপাদানে তৈরি পণ্য বয়স্ক ত্বকের জন্য উপকারী হলেও কিশোরীদের সংবেদনশীল ও বিকাশমান ত্বকের জন্য উপযুক্ত নয়। এটি ত্বকে জ্বালা, লালচে ভাব এবং ত্বক ছিলে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। গ্লাইকোলিক অ্যাসিডে তৈরি পণ্য ব্রণ বা ত্বকের তৈলাক্ততার মতো কিশোরীদের ত্বকের সাধারণ সমস্যাগুলোকে আরও খারাপ করতে পারে।
এসব উপাদান দিয়ে ত্বকের যত্নে তৈরি ট্রেন্ডি পণ্য এড়িয়ে চলতে হবে কিশোরীদের। হায়ালুরোনিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, অ্যালোভেরা এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডের মতো প্রমাণিত উপাদানযুক্ত পণ্য ব্যবহার করতে হবে।
সূত্র: হেলথ শর্টস
ত্বকযত্নের রুটিন শুধু ২০ বছর বয়সের ওপরের নারীদের জন্য নয়। কিশোরীদেরও অনুসরণ করা জরুরি। বয়ঃসন্ধিকালে উল্লেখযোগ্যভাবে নারীদের হরমোনগত পরিবর্তন হয়, যা ত্বকের ওপর বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। এ বয়সে কিশোরীদের ত্বকের বিভিন্ন সমস্যা মোকাবিলা করে দীর্ঘমেয়াদি ক্ষতি প্রতিরোধ করতে হয়। ফলে কিশোরীদের ত্বকের যত্নে এমন উপাদান দিয়ে তৈরি পণ্য ব্যবহার হবে, যেগুলো তাদের ত্বকের ক্ষতি করবে না।
যে উপাদানসমৃদ্ধ পণ্য এড়িয়ে চলবেন
কৃত্রিম সুগন্ধি
কৃত্রিম সুগন্ধি বা ফ্র্যাসরেন্স প্রায়ই ময়শ্চারাইজার বা ক্লিনজারে যোগ করা হয়। কৃত্রিম সুগন্ধিযুক্ত সৌন্দর্য প্রদানকারী উপাদানগুলো যোগাযোগজনিত অ্যালার্জির অন্যতম কারণ। এগুলো কিশোরীদের সংবেদনশীল ত্বকে অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি করতে পারে।
প্যারাবেন
প্যারাবেন সাধারণত ক্রিম এবং মেকআপে সংরক্ষণকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে থাকা উপস্থিত এন্ডোক্রাইন-বিঘ্নকারী রাসায়নিক থাইরয়েডের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি মেয়েদের শরীরে হরমোনগত সমস্যা তৈরি করতে পারে। তাই কিশোরীদের ত্বকের যত্নে প্যারাবেন দিয়ে তৈরি পণ্য এড়িয়ে চলা ভালো।
সালফেট
ক্লিনজারে পরিষ্কারক এবং ফোমিং বৈশিষ্ট্যের জন্য সালফেট ব্যবহার করা হয়। সালফেটে সমৃদ্ধ ক্লিনজার ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিকভাবে তেল উৎপন্ন বন্ধ এবং ত্বক শুষ্ক হয়ে জ্বালা করতে পারে।
রেটিনয়েড
রেটিনয়েডের বলিরেখা দূর করার বৈশিষ্ট্য আছে, যা ত্বকের উপরিভাগের প্রতিরক্ষামূলক কার্যকারিতা বাড়ায় এবং কোলাজেনের ক্ষয় প্রতিরোধ করে। তরুণ বা যুবকদের ত্বকের জন্য অ্যান্টি-এজিং উপাদানসমৃদ্ধ ত্বকযত্নের পণ্য দরকার। তাঁদের ত্বকের জন্য রেটিনয়েড ভালো। কিন্তু এর ব্যবহারে কিশোরীদের ত্বক ছিলে যেতে পারে। এটি সূর্যের প্রতি কিশোরী ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে।
হাইড্রোকুইনোন
হাইড্রোকুইনোন ত্বকের রং পরিবর্তন প্রতিরোধে সাহায্য করে। ক্রিমজাতীয় পণ্যে এটি ত্বক উজ্জ্বলকারী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। কিছুটা বয়স্ক ত্বকের জন্য কার্যকরী হলেও ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া ত্বকের যত্নে হাইড্রোকুইনোনে যুক্ত পণ্য কিশোরীদের ব্যবহার করা উচিত নয়।
গ্লাইকোলিক অ্যাসিড
গ্লাইকোলিক অ্যাসিড ব্রণ, ত্বকের রং পরিবর্তন এবং বার্ধক্যের লক্ষণ দূর করার চিকিৎসায় ব্যবহৃত হয়। এই আলফা-হাইড্রোক্সি অ্যাসিড ত্বকের মৃতকোষ সরিয়ে উজ্জ্বল করে। এ উপাদানে তৈরি পণ্য বয়স্ক ত্বকের জন্য উপকারী হলেও কিশোরীদের সংবেদনশীল ও বিকাশমান ত্বকের জন্য উপযুক্ত নয়। এটি ত্বকে জ্বালা, লালচে ভাব এবং ত্বক ছিলে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। গ্লাইকোলিক অ্যাসিডে তৈরি পণ্য ব্রণ বা ত্বকের তৈলাক্ততার মতো কিশোরীদের ত্বকের সাধারণ সমস্যাগুলোকে আরও খারাপ করতে পারে।
এসব উপাদান দিয়ে ত্বকের যত্নে তৈরি ট্রেন্ডি পণ্য এড়িয়ে চলতে হবে কিশোরীদের। হায়ালুরোনিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, অ্যালোভেরা এবং ব্রণপ্রবণ ত্বকের জন্য স্যালিসিলিক অ্যাসিডের মতো প্রমাণিত উপাদানযুক্ত পণ্য ব্যবহার করতে হবে।
সূত্র: হেলথ শর্টস
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
১ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
২ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
২ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
২ দিন আগে