ফারিয়া হোসেন
যাঁদের নিয়মিত চশমা পরতে হয়, তাঁদের কাছে চশমা যেন জীবনের অবিচ্ছেদ্য একটি ব্যাপার। তবে অনেকের ধারণা, চশমা পরার কারণে স্টাইলিশ লুক মাটি হয়ে যায়। একটু বুদ্ধি করে সঠিক ফ্রেমের চশমা বাছাই করলে সব সময় নিজেকে ফ্যাশনেবল রাখা সম্ভব।
অনেকে শুধু নিজের ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের চশমার ফ্রেম কিনে ফেলেন। কিন্তু চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী চশমা বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চারকোনা, হৃৎপিণ্ডের আকার ও হিরার আকৃতির হয়। মুখের এই আকৃতিগুলো অনুযায়ী চশমার ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখের জন্য
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার হয় এবং চিকবোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার চশমা গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনো গোল মুখে ছোট বা গোল ফ্রেমের চশমা পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটাই ঢেকে ফেলে।
ওভাল বা ডিম্বাকার মুখের জন্য
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিকবোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। ওভাল বা ডিম্বাকার মুখের সুবিধা হলো, সব ধরনের চশমা এই মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। আপনি চাইলে স্কয়ার, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের চশমা ব্যবহার করতে পারবেন। ওভাল মুখের অধিকারীরা যেকোনো ধরনের ফ্রেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, নিরাশ হবেন না।
পানপাতা আকৃতির মুখের জন্য
যাঁদের মুখ পানপাতা বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে, কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। একদম পানপাতা বা হার্টের মতোই। এ ধরনের মুখে ছোট ফ্রেমের চশমা বেশি মানায়। ডিম্বাকৃতির রিমলেস বা সেমি-রিমলেস চশমা এই মুখের আদলকে করে তোলে আকর্ষণীয়।
চারকোনা মুখের জন্য
স্কয়ার বা চারকোনা মুখের জ-লাইন, চিক বোন ও কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের চশমা স্কয়ার বা চারকোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চারকোনা মুখে চারকোনা চশমা পরতে যাবেন না। একদম মানাবে না!
ডায়মন্ড বা হীরা আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিকবোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই বা ডিম্বাকৃতির ফ্রেমের চশমা এ ধরনের মুখে ব্যালেন্স তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীরা চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলতে পারেন।
সূত্র: সিনেট
যাঁদের নিয়মিত চশমা পরতে হয়, তাঁদের কাছে চশমা যেন জীবনের অবিচ্ছেদ্য একটি ব্যাপার। তবে অনেকের ধারণা, চশমা পরার কারণে স্টাইলিশ লুক মাটি হয়ে যায়। একটু বুদ্ধি করে সঠিক ফ্রেমের চশমা বাছাই করলে সব সময় নিজেকে ফ্যাশনেবল রাখা সম্ভব।
অনেকে শুধু নিজের ত্বকের রঙের সঙ্গে যে রং মানায়, সেই রঙের চশমার ফ্রেম কিনে ফেলেন। কিন্তু চশমা কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হলো, মুখের আকৃতি অনুযায়ী চশমা বাছাই করা। মানুষের মুখ সাধারণত গোল, ডিম্বাকার, চারকোনা, হৃৎপিণ্ডের আকার ও হিরার আকৃতির হয়। মুখের এই আকৃতিগুলো অনুযায়ী চশমার ফ্রেম বাছাই করতে হবে।
গোলাকার মুখের জন্য
গোলাকার মুখ সাধারণত লম্বা ও চওড়ায় সমান। এ ধরনের মুখের জ-লাইন গোলাকার হয় এবং চিকবোন দেখা যায় না বললেই চলে। ফলে এ ধরনের মুখের জন্য স্ট্রেইট লাইনযুক্ত বা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন। তা ছাড়া প্রশস্ত ও আয়তাকার চশমা গোল মুখকে অনেকটাই ফুটিয়ে তোলে। তবে কখনো গোল মুখে ছোট বা গোল ফ্রেমের চশমা পরবেন না। এগুলো মুখের সৌন্দর্য অনেকটাই ঢেকে ফেলে।
ওভাল বা ডিম্বাকার মুখের জন্য
এ ধরনের মুখ কম প্রশস্ত হলেও লম্বায় বেশি হয়। তা ছাড়া চিকবোনের দিকে চওড়া বেশি এবং কপাল বড় হয়। ওভাল বা ডিম্বাকার মুখের সুবিধা হলো, সব ধরনের চশমা এই মুখাকৃতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। আপনি চাইলে স্কয়ার, কার্ভি, গোলাকার, বড় বা ছোট ফ্রেমসহ যেকোনো ধরনের চশমা ব্যবহার করতে পারবেন। ওভাল মুখের অধিকারীরা যেকোনো ধরনের ফ্রেম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন, নিরাশ হবেন না।
পানপাতা আকৃতির মুখের জন্য
যাঁদের মুখ পানপাতা বা হার্ট আকৃতির, তাঁদের কপালের দিকটা চওড়া থাকে, কিন্তু চিবুকের দিকটা অপেক্ষাকৃত চিকন হয়। একদম পানপাতা বা হার্টের মতোই। এ ধরনের মুখে ছোট ফ্রেমের চশমা বেশি মানায়। ডিম্বাকৃতির রিমলেস বা সেমি-রিমলেস চশমা এই মুখের আদলকে করে তোলে আকর্ষণীয়।
চারকোনা মুখের জন্য
স্কয়ার বা চারকোনা মুখের জ-লাইন, চিক বোন ও কপাল বেশি চওড়া থাকে। গোলাকার, ডিম্বাকার কিংবা ক্যাটস আই ফ্রেমের একটু চিকন প্যাটার্নের চশমা স্কয়ার বা চারকোনা আকৃতির মুখে বেশি মানায়। তবে কখনোই চারকোনা মুখে চারকোনা চশমা পরতে যাবেন না। একদম মানাবে না!
ডায়মন্ড বা হীরা আকৃতির মুখের জন্য
এ ধরনের মুখে কপাল ও জ-লাইন অপেক্ষাকৃত চিকন হয় এবং চিকবোন অনেক চওড়া হয়। ফলে ক্যাটস আই বা ডিম্বাকৃতির ফ্রেমের চশমা এ ধরনের মুখে ব্যালেন্স তৈরি করে এবং দারুণ মানায়। তবে এই মুখাকৃতির অধিকারীরা চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলতে পারেন।
সূত্র: সিনেট
সন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
৩ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২০ ঘণ্টা আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
২ দিন আগে