সানজিদা সামরিন, ঢাকা
সপ্তমীতে গোলাপি আভায়
সপ্তমীর দিন একটু হালকা রঙের ও ওজনের শাড়ি পরতে পারেন। যেহেতু এবারের পূজায় বেশ গরমই থাকবে বোঝা যাচ্ছে, তাই সাদার সঙ্গে মিলমিশ অন্য কোনো হালকা রঙের প্রিন্টের সুতি, সিল্ক, তসর, জর্জেট বা হাফসিল্ক শাড়ি বেছে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বেবি পিংক রংটা সেরা। সাদার ওপর গোলাপি রঙের ব্লকপ্রিন্টের শাড়িতে যেমন স্নিগ্ধ দেখাবে, তেমনি আরামও লাগবে। যেহেতু গরম, তাই স্লিভলেস বা ছোট হাতার ব্লাউজ বানিয়ে নিতে পারেন দিনের বেলায় পরার জন্য। কুঁচি দিয়ে আঁচল ছেড়ে পরা যেতে পারে শাড়িটা। সাজটাও হওয়া চাই হালকা। ত্বকে ডিউ ফাউন্ডেশন বুলিয়ে হালকা পাউডার পাফ করে নিন। চাইলে চোখের পাতায় বেবি পিংক বা সিলভার রঙের আইশ্যাডো লাগাতে পারেন। এরপর কাজল আর লিপস্টিক দিয়ে সাজপর্ব সেরে নিন। চুল ছোট হলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ছেড়ে রাখতে পারেন। বড় হলে হালকা করে বেণি বা একটা হাতখোঁপা করে নিলেই হবে। যেহেতু গোটা সাজটাই হালকা, তাই একটু বড় কানের দুল পরলে অনেকটাই অভিজাত দেখাবে।
অষ্টমীর অঞ্জলির শুভ্রতায়
অষ্টমীতে যেহেতু অঞ্জলি দিতে হয়, তাই এদিন পরার জন্য সাদা শাড়ি বেছে নিতে পারেন। পুরোটা সাদা শাড়ি বেছে না নিয়ে লাল পেড়ে সাদা জমিনের শাড়ি বা লাল রঙের নকশা রয়েছে এমন শাড়ি বেছে নিন। লালের সঙ্গে সবুজ ও হলুদ রংও থাকতে পারে শাড়িতে। এই দিন শাড়িটা ধ্রুপদি ঘরানায় এক প্যাঁচে পরা যেতে পারে। ব্লাউজটাও হতে পারে একটু দেশীয় ঘরানার। ব্লাউজের গলায়, হাতায় ও কোমরে কুঁচি দিতে পারেন বা লেইস লাগানো যেতে পারে। চুল হালকা কার্ল করে হাতখোঁপা করে নিন। এরপর খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। মেকআপের ক্ষেত্রে বেজ মেকআপের পর চোখটা পছন্দমতো সাজিয়ে নিন। কপালে একটু বড় আকারের টিপ পরুন। এরপর হাতে পরে নিন এক গাছি কাচের চুড়ি।
নবমীর রাতে ইন্দো-ওয়েস্টার্ন লুক
নবমীর রাতের সাজটা একটু জমকালো হতেই পারে। এই দিন সিল্ক, জামদানি, অরগাঞ্জা, কাতান শাড়ি পরতে পারেন। সাজটাও হতে পারে জমকালো। শাড়ির রংটাও হতে পারে একটু গাঢ় ধাঁচের। মেরুন, কমলা, বেগুনি, গাঢ় নীল, সি ব্লু—সবই পরা যেতে পারে। তবে ভিন্নতা আনতে সাজটা একটু ওয়েস্টার্ন ঘরানার হওয়া চাই। চুল কার্ল করে ছেড়ে দিন। চোখ হতে পারে স্মোকি। এরপর গাঢ় রঙের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বেরিয়ে পরুন আনন্দ উদ্যাপনে।
দশমীর সকালে সনাতনী সাজে
দশমীর দিন সকাল সকালই দেবী বিসর্জন হয়ে যায়। সেদিন থাকে সিঁদুর খেলার আয়োজন। তাই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার ব্যাপার থাকে সব বাড়িতে। এদিন বাসন্তী বা ম্যাট গোল্ডেন শাড়ির সঙ্গে লাল রঙের মিলমিশ রয়েছে এমন শাড়ি পরতে পারেন এক প্যাঁচ করে। চুলে মাঝখানে সিঁথি কেটে কাঁধের কাছে খোঁপা করে নেওয়া যায়। খোঁপায় গুঁজে নিতে পারেন গার্ডেনিয়া বা যেকোনো ফুল।
সপ্তমীতে গোলাপি আভায়
সপ্তমীর দিন একটু হালকা রঙের ও ওজনের শাড়ি পরতে পারেন। যেহেতু এবারের পূজায় বেশ গরমই থাকবে বোঝা যাচ্ছে, তাই সাদার সঙ্গে মিলমিশ অন্য কোনো হালকা রঙের প্রিন্টের সুতি, সিল্ক, তসর, জর্জেট বা হাফসিল্ক শাড়ি বেছে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বেবি পিংক রংটা সেরা। সাদার ওপর গোলাপি রঙের ব্লকপ্রিন্টের শাড়িতে যেমন স্নিগ্ধ দেখাবে, তেমনি আরামও লাগবে। যেহেতু গরম, তাই স্লিভলেস বা ছোট হাতার ব্লাউজ বানিয়ে নিতে পারেন দিনের বেলায় পরার জন্য। কুঁচি দিয়ে আঁচল ছেড়ে পরা যেতে পারে শাড়িটা। সাজটাও হওয়া চাই হালকা। ত্বকে ডিউ ফাউন্ডেশন বুলিয়ে হালকা পাউডার পাফ করে নিন। চাইলে চোখের পাতায় বেবি পিংক বা সিলভার রঙের আইশ্যাডো লাগাতে পারেন। এরপর কাজল আর লিপস্টিক দিয়ে সাজপর্ব সেরে নিন। চুল ছোট হলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ছেড়ে রাখতে পারেন। বড় হলে হালকা করে বেণি বা একটা হাতখোঁপা করে নিলেই হবে। যেহেতু গোটা সাজটাই হালকা, তাই একটু বড় কানের দুল পরলে অনেকটাই অভিজাত দেখাবে।
অষ্টমীর অঞ্জলির শুভ্রতায়
অষ্টমীতে যেহেতু অঞ্জলি দিতে হয়, তাই এদিন পরার জন্য সাদা শাড়ি বেছে নিতে পারেন। পুরোটা সাদা শাড়ি বেছে না নিয়ে লাল পেড়ে সাদা জমিনের শাড়ি বা লাল রঙের নকশা রয়েছে এমন শাড়ি বেছে নিন। লালের সঙ্গে সবুজ ও হলুদ রংও থাকতে পারে শাড়িতে। এই দিন শাড়িটা ধ্রুপদি ঘরানায় এক প্যাঁচে পরা যেতে পারে। ব্লাউজটাও হতে পারে একটু দেশীয় ঘরানার। ব্লাউজের গলায়, হাতায় ও কোমরে কুঁচি দিতে পারেন বা লেইস লাগানো যেতে পারে। চুল হালকা কার্ল করে হাতখোঁপা করে নিন। এরপর খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। মেকআপের ক্ষেত্রে বেজ মেকআপের পর চোখটা পছন্দমতো সাজিয়ে নিন। কপালে একটু বড় আকারের টিপ পরুন। এরপর হাতে পরে নিন এক গাছি কাচের চুড়ি।
নবমীর রাতে ইন্দো-ওয়েস্টার্ন লুক
নবমীর রাতের সাজটা একটু জমকালো হতেই পারে। এই দিন সিল্ক, জামদানি, অরগাঞ্জা, কাতান শাড়ি পরতে পারেন। সাজটাও হতে পারে জমকালো। শাড়ির রংটাও হতে পারে একটু গাঢ় ধাঁচের। মেরুন, কমলা, বেগুনি, গাঢ় নীল, সি ব্লু—সবই পরা যেতে পারে। তবে ভিন্নতা আনতে সাজটা একটু ওয়েস্টার্ন ঘরানার হওয়া চাই। চুল কার্ল করে ছেড়ে দিন। চোখ হতে পারে স্মোকি। এরপর গাঢ় রঙের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বেরিয়ে পরুন আনন্দ উদ্যাপনে।
দশমীর সকালে সনাতনী সাজে
দশমীর দিন সকাল সকালই দেবী বিসর্জন হয়ে যায়। সেদিন থাকে সিঁদুর খেলার আয়োজন। তাই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার ব্যাপার থাকে সব বাড়িতে। এদিন বাসন্তী বা ম্যাট গোল্ডেন শাড়ির সঙ্গে লাল রঙের মিলমিশ রয়েছে এমন শাড়ি পরতে পারেন এক প্যাঁচ করে। চুলে মাঝখানে সিঁথি কেটে কাঁধের কাছে খোঁপা করে নেওয়া যায়। খোঁপায় গুঁজে নিতে পারেন গার্ডেনিয়া বা যেকোনো ফুল।
১৯৬০ সালের দিকে স্যাম পানাপুলোস এবং তাঁর ভাই ঐতিহ্যবাহী পিৎজায় এক নতুন উপাদান যোগ করার সিদ্ধান্ত নেন। পরিকল্পনা অনুযায়ী পিৎজার উপাদানের সঙ্গে যুক্ত হলো প্যাকেটজাত আনারস। এর নাম রাখা হয় হাওয়াইয়ান পিৎজা। মাসখানেকের...
২ দিন আগেঅ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য নেপাল উপযুক্ত জায়গা। উঁচু পাহাড়ে ট্রেকিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং কিংবা বাঞ্জি জাম্পিংয়ের মতো দুর্দান্ত সব কর্মকাণ্ডের জন্য এক নামে পরিচিত দেশটি। তবে এসব অ্যাকটিভিটি ছাড়াও সব ধরনের ভ্রমণপিয়াসির জন্য নেপালে কিছু না কিছু কর্মকাণ্ড রয়েছে।
৩ দিন আগেপাহাড় বলতে বান্দরবানই আমাকে বেশি মুগ্ধ করে। এর নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলে কিংবা ছবিতে দেখিয়ে শেষ করা যাবে না।
৩ দিন আগেপঞ্চাশ হাজার ফুলের বীজ থেকে তৈরি হয়েছে ৩৬০ বর্গমিটার দীর্ঘ একটি কার্পেট। এতে আরও যোগ হয়েছে ঐতিহ্যবাহী জ্যামিতিক নকশা ও মার্বেল পাথর। সেটি দেখতে ভিড় জমেছে পর্যটকের।
৩ দিন আগে