ফারিয়া রহমান খান
আধুনিক ডিজাইনের চামড়ার আসবাব এখন অনেকের পছন্দের শীর্ষে। তবে চামড়ার আসবাব কেনার পর ঠিকঠাক যত্ন নেওয়া না হলে দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। অন্যান্য আসবাবের চেয়ে চামড়ার আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণ একটু ভিন্ন ধাঁচের হয়।
সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় চামড়ার আসবাব রাখা উচিত নয়। সূর্যের আলো ও তাপে এসব আসবাবের রং ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি চামড়া ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। সরাসরি এসির নিচেও চামড়ার আসবাব রাখা ঠিক নয়। অতিরিক্ত তাপ বা ঠান্ডা—দুটোই চামড়ার আসবাবের স্থায়িত্ব নষ্ট করে। তাই এ ধরনের আসবাব এমন জায়গায় রাখা উচিত, যা খুব বেশি ঠান্ডাও নয়, আবার সরাসরি সূর্যের আলো পড়ে না।
চামড়ার আসবাব পরিষ্কারের ক্ষেত্রে সাবান বা পানি ব্যবহার করবেন না। এতে চামড়ার রং নষ্ট হয়ে যাবে। সাধারণত এ ধরনের আসবাব প্রতিদিন শুকনো কাপড় দিয়ে একবার করে মুছে নিলেই ধুলো-ময়লা দূর হয়ে যায়। তবে চামড়ার আসবাব খুব বেশি ময়লা হলে আধা কাপ অলিভ অয়েলের সঙ্গে এক কাপের ৪ ভাগের ১ ভাগ ভিনেগার মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করতে পারেন।
সহজে পরিষ্কার করার জন্য বাজার থেকে লেদার ক্লিনিং স্প্রেও কিনে নিতে পারেন। তা ছাড়া চামড়ার আসবাব পরিষ্কারের জন্য এখন অনেক পেশাদার ক্লিনার রয়েছেন। বছরে একবার তাঁদের দিয়ে ডিপ ক্লিন করে নিলে অনেক দিন ভালো থাকবে এসব আসবাব।
চামড়ার একদম নতুন আসবাব কেনার সঙ্গে সঙ্গে পেশাদার কারও কাছ থেকে লেদার প্রটেক্টর দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এতে আসবাব নষ্টের ভয় থাকবে না।
বাসা বদলানোর সময় সতর্ক না থাকলে এ ধরনের আসবাবের অনেক ক্ষতি হতে পারে। তাই বাসা বদলের সময় ভালো করে কাপড় বা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে নিতে হবে। আবার বাসাতেই যদি এ ধরনের আসবাবের জায়গা পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রেও সাবধানে করতে হবে। চামড়ার আসবাব কখনোই দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না। এতে দাগ পড়তে পারে।
সূত্র: এইচজিটিভি
আধুনিক ডিজাইনের চামড়ার আসবাব এখন অনেকের পছন্দের শীর্ষে। তবে চামড়ার আসবাব কেনার পর ঠিকঠাক যত্ন নেওয়া না হলে দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। অন্যান্য আসবাবের চেয়ে চামড়ার আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণ একটু ভিন্ন ধাঁচের হয়।
সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় চামড়ার আসবাব রাখা উচিত নয়। সূর্যের আলো ও তাপে এসব আসবাবের রং ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি চামড়া ফেটে যাওয়ার আশঙ্কাও থাকে। সরাসরি এসির নিচেও চামড়ার আসবাব রাখা ঠিক নয়। অতিরিক্ত তাপ বা ঠান্ডা—দুটোই চামড়ার আসবাবের স্থায়িত্ব নষ্ট করে। তাই এ ধরনের আসবাব এমন জায়গায় রাখা উচিত, যা খুব বেশি ঠান্ডাও নয়, আবার সরাসরি সূর্যের আলো পড়ে না।
চামড়ার আসবাব পরিষ্কারের ক্ষেত্রে সাবান বা পানি ব্যবহার করবেন না। এতে চামড়ার রং নষ্ট হয়ে যাবে। সাধারণত এ ধরনের আসবাব প্রতিদিন শুকনো কাপড় দিয়ে একবার করে মুছে নিলেই ধুলো-ময়লা দূর হয়ে যায়। তবে চামড়ার আসবাব খুব বেশি ময়লা হলে আধা কাপ অলিভ অয়েলের সঙ্গে এক কাপের ৪ ভাগের ১ ভাগ ভিনেগার মিশিয়ে তা দিয়ে পরিষ্কার করতে পারেন।
সহজে পরিষ্কার করার জন্য বাজার থেকে লেদার ক্লিনিং স্প্রেও কিনে নিতে পারেন। তা ছাড়া চামড়ার আসবাব পরিষ্কারের জন্য এখন অনেক পেশাদার ক্লিনার রয়েছেন। বছরে একবার তাঁদের দিয়ে ডিপ ক্লিন করে নিলে অনেক দিন ভালো থাকবে এসব আসবাব।
চামড়ার একদম নতুন আসবাব কেনার সঙ্গে সঙ্গে পেশাদার কারও কাছ থেকে লেদার প্রটেক্টর দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এতে আসবাব নষ্টের ভয় থাকবে না।
বাসা বদলানোর সময় সতর্ক না থাকলে এ ধরনের আসবাবের অনেক ক্ষতি হতে পারে। তাই বাসা বদলের সময় ভালো করে কাপড় বা পলিব্যাগ দিয়ে মুড়িয়ে নিতে হবে। আবার বাসাতেই যদি এ ধরনের আসবাবের জায়গা পরিবর্তন করতে চান, সে ক্ষেত্রেও সাবধানে করতে হবে। চামড়ার আসবাব কখনোই দেয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখবেন না। এতে দাগ পড়তে পারে।
সূত্র: এইচজিটিভি
খাবার মজাদার করতে আমরা সাধারণভাবে তেল-মসলার খুব বাড়াবাড়ি করে ফেলি। সেখান থেকে বাদ যায় না পেঁয়াজ কিংবা রসুন। পেঁয়াজকে কায়দা করে সরিয়ে রাখলেও খাবার মজাদার হতে পারে। তেমনই কিছু রেসিপি...
১২ ঘণ্টা আগেবাংলা অঞ্চলে মিষ্টিজাতীয় প্রাচীন খাবারগুলোর মধ্যে সন্দেশের নাম আছে একেবারে প্রথম দিকে। সব মিষ্টির কিছু না কিছু বদল হলেও, এর বদল হয়েছে খুবই কম। যশোরের নলেন গুড়ের সন্দেশ, মানিকগঞ্জ বা নাগরপুরের প্যারা সন্দেশ, পাবনার মাছের পেটি সন্দেশ ইত্যাদি কে না খেতে পছন্দ করে!
১২ ঘণ্টা আগেজীবনানন্দ দাশের কবিতায় ঘুরেফিরে এসেছে দারুচিনি দ্বীপের কথা, তার রহস্যময় শ্যামলিমার কথা, সেই সবুজের গহিনে দিকহারা নাবিকের আশ্রয়-আকাঙ্ক্ষার কথা। এই দারুচিনি দ্বীপ কি আসলে কোনো সমুদ্রঘেরা ভূখণ্ড, নাকি বনলতা সেন নিজেই, তা নিয়ে কবিরা বিতর্ক করুক। আমরা বরং এই দ্বীপের তত্ত্বতালাশ করি।
১২ ঘণ্টা আগে‘প্রসেসেস’-এ প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভাতের মাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি হজমযোগ্য স্বাস্থ্যকর পানীয় হিসেবে কাজ করে। এমনকি এটি ওজন কমাতে পারে।
১২ ঘণ্টা আগে