অনন্যা দাস
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
ভ্রমণের কথা এলে বেশির ভাগ সময় বাজেটের চিন্তায় আমরা পছন্দের রোমাঞ্চকর ট্রিপের পরিকল্পনা করতে পারি না। তবে একটু খোঁজখবর করলেই দেখা যাবে, বেশ কম টাকায় বিভিন্ন দেশ ভ্রমণ করা সম্ভব। বিশ্বজুড়ে এমন অনেক গন্তব্য আছে, যেগুলোতে আপনার প্রত্যাশার চেয়ে কম টাকায় ভ্রমণ করা সম্ভব।
৩ দিন আগেঅফিস থেকে বাসায় ফিরেছি সেই কখন। হাতে কোনো কাজ ছিল না। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরঘুর করছিলাম। হঠাৎ চোখ পড়ল একটি সংবাদে। প্রায় আড়াই শ বছরের পুরোনো ঢাকার ঐতিহাসিক নিমতলী প্রাসাদ দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
৩ দিন আগেবিদেশি পর্যটকদের ‘অশোভন আচরণ’ মোকাবিলার জন্য ‘বালিতে অবস্থানরত বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম’ জারি করেছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ দ্বীপটির গভর্নর ওয়ায়ান কোস্টার এই সার্কুলার জারি করেন।
৩ দিন আগেখুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের পশ্চিম ড্যাংমারি গ্রামে গড়ে উঠেছে বেশ কিছু ইকো রিসোর্ট। ড্যাংমারি গ্রামে বয়ে যাওয়া চাংমারি খালের পাশে বাঁশ-কাঠের এসব রিসোর্টের মধ্যে আছে গোল কানন, ইরাবতী, বনবিবি, বনলতা, বনবাস, সুন্দরী, পিয়ালি, জঙ্গলবাড়ি...
৩ দিন আগে