Ajker Patrika

বিশেষ দিনটির কথা ভুলে গেলে কী করবেন

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৪: ৩৯
বিশেষ দিনটির কথা ভুলে গেলে কী করবেন

বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।

ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।

ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।

সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।

যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।

ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?

শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।

বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।

লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত