আমিনুল ইসলাম নাবিল
ভোজনরসিক হিসেবে ঢাকাইয়াদের খ্যাতি আছে। বিশেষ কিছু খাবার আছে যা ঢাকাইয়া ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যুগ যুগ ধরে। তেমনই একটি খাবার বাকরখানি। পুরান ঢাকার অলিগলি ধরে হাঁটলেই দেখা মেলে বাকরখানির দোকানের। এসব দোকানে ভিড়ও চোখে পড়ার মতো। অনেক ঢাকাইয়া পরিবার এখনো গরম চায়ের সঙ্গে মচমচে বাকরখানি খেয়ে সকাল শুরু করেন।
পুরান ঢাকায় হরেক পদের বাকরখানি পাওয়া যায় সারা বছর ধরে। এর মধ্যে— নোনতা বাকরখানি, মিষ্টি বাকরখানি, পনিরের বাকরখানি ও ঘিয়ে ভাজা বাকরখানি বেশ প্রসিদ্ধ। তবে এক ধরনের বিশেষ বাখরখানি আছে যেটার স্বাদ নিতে অপেক্ষা করতে হয় এক বছর। শুধু কোরবানির ঈদ এলেই পাওয়া যায় সেই বাকরখানির স্বাদ। কোরবানির গরুর মাংসের কোরমা চুলায় জ্বাল দিতে দিতে যখন ঝুরা হয়ে যায় তখন সেই ঝুরা মাংস দিয়ে তৈরি করা হয় এই বাকরখানি।
তবে এই বাকরখানি অন্যগুলোর মতো বিক্রি হয় না। বাসা থেকে ঝুরা মাংস নিয়ে গেলে কারিগরেরা তাঁদের নিপুণ হাতে তৈরি করে দেন ঝুরা মাংসের বাকরখানি। মূলত কোরবানির ঈদের চার–পাঁচ দিন পর থেকে ঢাকাইয়া পরিবারে চলে ঝুরা মাংসের বাকরখানি খাওয়ার ধুম।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৫২) আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর কোরবানি এলেই আমরা ঢাকাইয়ারা বিশেষ এই ঝুরা মাংসের বাকরখানি খেয়ে থাকি। এর স্বাদ ভাষায় প্রকাশের মতো নয়! কোরবানির কোরমার মাংস চার–পাঁচ দিন চুলায় জ্বাল দিতে দিতে যে ঝুরা মাংস বের হয় সেটা দিয়েই তৈরি হয় মজাদার এই বাকরখানি।’
ঝুরা মাংসের সঙ্গে আর কোনো উপকরণ মেশানো হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোরবানির কোরমার মাংস কয়েক দিন চুলায় জ্বাল দিলে সেটা থেকে ঝুরা মাংস বের হয়। ঝুরা মাংসে এমনিতেই ঘি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, গরম মসলা, জয়ফল, জয়ত্রীসহ নানা উপকরণ থাকে। তাই এটির সঙ্গে নতুন করে আর কোনো উপকরণ মেশানোর প্রয়োজন হয় না। আর বাকরখানির কারিগরেরা তৈরির সময় সামান্য তেল ব্যবহার করে, আটা–ময়দার গুঁড়া মিক্সড করে। তাই বাসা থেকে শুধু ঝুরা মাংস নিয়ে গেলেই হয়। এরপর বাকি কাজটা বাকরখানি তৈরির কারিগরেরাই করে থাকেন।’ তবে ঝুরা মাংস নেওয়ার সময় তেল–চর্বি যতটা সম্ভব চিপে বের করে ফেলার পরামর্শ দেন তিনি।
ঝুরা বাকরখানির আসল স্বাদ পেতে এটি গরম-গরম খেতে হয়। ঠান্ডা করে খেলে কিংবা পরে ওভেনে গরম করে খেলে এটির আসল স্বাদ পাওয়া যাবে না বলে জানান আবু বকর সিদ্দিক।
কোরবানির ঈদে ঝুরা মাংসের বাকরখানি খাওয়া কখনোই মিস হয় না জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘শৈশব থেকেই পারিবারিকভাবে এই ধারা চলছে। কোনো বছরই ঝুরা মাংসের বাকরখানি খাওয়া আমাদের মিস হয় না।’
আধা কেজি ঝুরা মাংসে কত পিস বাকরখানি তৈরি হয় এরও একটি ধারণা দেন পুরান ঢাকার এই বাসিন্দা। তিনি বলেন, ‘আধা কেজি ঝুরা মাংসে আনুমানিক ১০–১৫ পিস বাকরখানি তৈরি হয়। বাকরখানির ভেতর মাংসে ভরপুর থাকে। প্রতি পিস বাকরখানির বর্তমান বাজারমূল্য ১০ টাকা। ঝুরা মাংসের বাকরখানি আকারে একটু বড় হয়, ফলে এই বছর সেটির দাম ১৫ টাকা হতে পারে।’
পুরান ঢাকার ওয়ারীর বনগ্রাম এলাকায় দীর্ঘ ২২ বছর ধরে বাকরখানির দোকান পরিচালনা করছেন মোহাম্মদ শরীফ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ঝুরা মাংসের বিশেষ বাকরখানি বছরে একবারই আমরা তৈরি করি। ক্রেতারা বাসা থেকে কোরবানির ঝুরা মাংস নিয়ে এলে আমরা ঝুরা মাংসের বাকরখানি বানিয়ে দেই।’
প্রতি ঈদে আনুমানিক কত পিস ঝুরা মাংসের বাকরখানির অর্ডার আসে জানতে চাইলে এই দোকানি বলেন, ‘প্রতি কোরবানির ঈদে আনুমানিক ৪০০–৫০০ পিসের মতো অর্ডার আসে। তবে দিন দিন সংখ্যা কমে আসছে।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এক দিকে কোরবানির পশুর দাম বাড়ছে। আর অন্যদিকে মানুষের হাতে টাকাও নাই তেমন। ফলে আগের চেয়ে মানুষ এখন কোরবানি কম দিতে পারে। তাই এটার প্রভাবটা এসে পড়ছে।’
কীভাবে ঝুরা মাংসের বাকরখানি তৈরি করেন জানতে চাইলে শরীফ বলেন, ‘বিশেষ কোনো নিয়ম নেই। সাধারণ বাকরখানি যেভাবে বানাই সেভাবেই বানিয়ে থাকি। আটার খামিরের ভেতর শুধু ঝুরা মাংস পুরে দিলেই হয়।’
ঝুরা মাংসের বাকরখানি কেজি হিসাবে নিলে ২০০ টাকা। আর পিস হিসেবে প্রতিটা ১৫ টাকা করে নেন বলে জানান এই দোকানি। কোরবানির ঈদ ছাড়াও অন্য সময়ে কেউ যদি ঝুরা মাংস নিয়ে আসেন তাহলেও এই বাকরখানি বানিয়ে দেওয়া যাবে। তবে সাধারণত কোরবানির ঈদ ছাড়া ঝুরা মাংসের বাকরখানির অর্ডার আসে না বলে জানান মোহাম্মদ শরীফ।
আরও পড়ুন—
ভোজনরসিক হিসেবে ঢাকাইয়াদের খ্যাতি আছে। বিশেষ কিছু খাবার আছে যা ঢাকাইয়া ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যুগ যুগ ধরে। তেমনই একটি খাবার বাকরখানি। পুরান ঢাকার অলিগলি ধরে হাঁটলেই দেখা মেলে বাকরখানির দোকানের। এসব দোকানে ভিড়ও চোখে পড়ার মতো। অনেক ঢাকাইয়া পরিবার এখনো গরম চায়ের সঙ্গে মচমচে বাকরখানি খেয়ে সকাল শুরু করেন।
পুরান ঢাকায় হরেক পদের বাকরখানি পাওয়া যায় সারা বছর ধরে। এর মধ্যে— নোনতা বাকরখানি, মিষ্টি বাকরখানি, পনিরের বাকরখানি ও ঘিয়ে ভাজা বাকরখানি বেশ প্রসিদ্ধ। তবে এক ধরনের বিশেষ বাখরখানি আছে যেটার স্বাদ নিতে অপেক্ষা করতে হয় এক বছর। শুধু কোরবানির ঈদ এলেই পাওয়া যায় সেই বাকরখানির স্বাদ। কোরবানির গরুর মাংসের কোরমা চুলায় জ্বাল দিতে দিতে যখন ঝুরা হয়ে যায় তখন সেই ঝুরা মাংস দিয়ে তৈরি করা হয় এই বাকরখানি।
তবে এই বাকরখানি অন্যগুলোর মতো বিক্রি হয় না। বাসা থেকে ঝুরা মাংস নিয়ে গেলে কারিগরেরা তাঁদের নিপুণ হাতে তৈরি করে দেন ঝুরা মাংসের বাকরখানি। মূলত কোরবানির ঈদের চার–পাঁচ দিন পর থেকে ঢাকাইয়া পরিবারে চলে ঝুরা মাংসের বাকরখানি খাওয়ার ধুম।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আবু বকর সিদ্দিক (৫২) আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর কোরবানি এলেই আমরা ঢাকাইয়ারা বিশেষ এই ঝুরা মাংসের বাকরখানি খেয়ে থাকি। এর স্বাদ ভাষায় প্রকাশের মতো নয়! কোরবানির কোরমার মাংস চার–পাঁচ দিন চুলায় জ্বাল দিতে দিতে যে ঝুরা মাংস বের হয় সেটা দিয়েই তৈরি হয় মজাদার এই বাকরখানি।’
ঝুরা মাংসের সঙ্গে আর কোনো উপকরণ মেশানো হয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোরবানির কোরমার মাংস কয়েক দিন চুলায় জ্বাল দিলে সেটা থেকে ঝুরা মাংস বের হয়। ঝুরা মাংসে এমনিতেই ঘি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, গরম মসলা, জয়ফল, জয়ত্রীসহ নানা উপকরণ থাকে। তাই এটির সঙ্গে নতুন করে আর কোনো উপকরণ মেশানোর প্রয়োজন হয় না। আর বাকরখানির কারিগরেরা তৈরির সময় সামান্য তেল ব্যবহার করে, আটা–ময়দার গুঁড়া মিক্সড করে। তাই বাসা থেকে শুধু ঝুরা মাংস নিয়ে গেলেই হয়। এরপর বাকি কাজটা বাকরখানি তৈরির কারিগরেরাই করে থাকেন।’ তবে ঝুরা মাংস নেওয়ার সময় তেল–চর্বি যতটা সম্ভব চিপে বের করে ফেলার পরামর্শ দেন তিনি।
ঝুরা বাকরখানির আসল স্বাদ পেতে এটি গরম-গরম খেতে হয়। ঠান্ডা করে খেলে কিংবা পরে ওভেনে গরম করে খেলে এটির আসল স্বাদ পাওয়া যাবে না বলে জানান আবু বকর সিদ্দিক।
কোরবানির ঈদে ঝুরা মাংসের বাকরখানি খাওয়া কখনোই মিস হয় না জানিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘শৈশব থেকেই পারিবারিকভাবে এই ধারা চলছে। কোনো বছরই ঝুরা মাংসের বাকরখানি খাওয়া আমাদের মিস হয় না।’
আধা কেজি ঝুরা মাংসে কত পিস বাকরখানি তৈরি হয় এরও একটি ধারণা দেন পুরান ঢাকার এই বাসিন্দা। তিনি বলেন, ‘আধা কেজি ঝুরা মাংসে আনুমানিক ১০–১৫ পিস বাকরখানি তৈরি হয়। বাকরখানির ভেতর মাংসে ভরপুর থাকে। প্রতি পিস বাকরখানির বর্তমান বাজারমূল্য ১০ টাকা। ঝুরা মাংসের বাকরখানি আকারে একটু বড় হয়, ফলে এই বছর সেটির দাম ১৫ টাকা হতে পারে।’
পুরান ঢাকার ওয়ারীর বনগ্রাম এলাকায় দীর্ঘ ২২ বছর ধরে বাকরখানির দোকান পরিচালনা করছেন মোহাম্মদ শরীফ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ঝুরা মাংসের বিশেষ বাকরখানি বছরে একবারই আমরা তৈরি করি। ক্রেতারা বাসা থেকে কোরবানির ঝুরা মাংস নিয়ে এলে আমরা ঝুরা মাংসের বাকরখানি বানিয়ে দেই।’
প্রতি ঈদে আনুমানিক কত পিস ঝুরা মাংসের বাকরখানির অর্ডার আসে জানতে চাইলে এই দোকানি বলেন, ‘প্রতি কোরবানির ঈদে আনুমানিক ৪০০–৫০০ পিসের মতো অর্ডার আসে। তবে দিন দিন সংখ্যা কমে আসছে।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এক দিকে কোরবানির পশুর দাম বাড়ছে। আর অন্যদিকে মানুষের হাতে টাকাও নাই তেমন। ফলে আগের চেয়ে মানুষ এখন কোরবানি কম দিতে পারে। তাই এটার প্রভাবটা এসে পড়ছে।’
কীভাবে ঝুরা মাংসের বাকরখানি তৈরি করেন জানতে চাইলে শরীফ বলেন, ‘বিশেষ কোনো নিয়ম নেই। সাধারণ বাকরখানি যেভাবে বানাই সেভাবেই বানিয়ে থাকি। আটার খামিরের ভেতর শুধু ঝুরা মাংস পুরে দিলেই হয়।’
ঝুরা মাংসের বাকরখানি কেজি হিসাবে নিলে ২০০ টাকা। আর পিস হিসেবে প্রতিটা ১৫ টাকা করে নেন বলে জানান এই দোকানি। কোরবানির ঈদ ছাড়াও অন্য সময়ে কেউ যদি ঝুরা মাংস নিয়ে আসেন তাহলেও এই বাকরখানি বানিয়ে দেওয়া যাবে। তবে সাধারণত কোরবানির ঈদ ছাড়া ঝুরা মাংসের বাকরখানির অর্ডার আসে না বলে জানান মোহাম্মদ শরীফ।
আরও পড়ুন—
মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক বিমান। স্বচ্ছ আকাশে সাদা মেঘের ভেলা ভেদ করে সেগুলো যাচ্ছে অজানা গন্তব্যে। এটি আন্তর্জাতিক বিমান চলাচলের রুট।
৫ ঘণ্টা আগেথাইল্যান্ডে ছোট-বড় মিলিয়ে ন্যাশনাল পার্কের সংখ্যা ১৫৬। এসবের মধ্যে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে মেরিন ন্যাশনাল পার্কগুলো। প্রায় সারা বছর সেগুলোয় ঘুরতে যায় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকেরা। ফলে সেগুলোর পরিবেশ ঠিক রাখতে স্থানীয় প্রশাসনের অনেক সময় হিমশিম খেতে হয়। এ কারণে দেশটির তিনটি মেরিন ন্যাশনাল পার্ক
৬ ঘণ্টা আগে২০২৫ সালে যাঁরা নতুন গন্তব্যে ভ্রমণের চিন্তা করছেন কিংবা উইশ লিস্ট তৈরি করছেন, তাঁদের কাজটা অনেক সহজ করে দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সেরা ২৫ ভ্রমণ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে তারা। এতে বিভিন্ন দেশের নতুন জায়গাগুলো প্রাধান্য পেয়েছে।
৬ ঘণ্টা আগেব্যক্তিভেদে এ সময় শরীরে ভিন্ন ভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেগুলো থেকে রক্ষা পেতে তাই ভ্রমণে যাওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি।
৬ ঘণ্টা আগে